বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা ‘ছোটগল্প’। বাংলা ছোটগল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে।
গল্পকার | ছোটগল্প |
দক্ষিনারঞ্জন মিত্র | ঠাকুরমার ঝুলি, ঠাকুরদাদার ঝুলি, ঠানদিদির থলে, দাদামহাশয়ের থলে (এসব গল্পে রূপকথা আর ব্রতকথার স্থান হয়েছে।) |
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় | রসকলি, ডাকহরকরা |
সাহেদ আলী | জিবরাঈলের ডানা, একই সমতলে |
রাজশেখর বসু | গড্ডলিকা |
সুবোধ ঘোষ | ফলিস |
প্রভাতকুমার মুখোপাধ্যায় | দেশী ও বিলাতী, গল্পাঞ্জলি, ষোড়শী, গল্পবীথি |
সরদার জয়েনউদ্দীন | বেলা ব্যানার্জীর প্রেম |
শৈলজানন্দ মুখোপাধ্যায় | রেজিং রিপোর্ট |
আবুল খায়ের মুসলেহউদ্দিন | নিষিদ্ধশহর, চিরকুট, নারিন্দালেন, ওমশান্তি |
সোমেন্দ চন্দ | ইঁদুর |
শাহরিয়ার কবির | একাত্তরের যীশু |
প্রভাতকুমার মুখোপাধ্যায় | ফুলের মূল্য (প্রধান চরিত্র-ম্যাগী) |