অর্থনৈতিক সমীক্ষা ২০১৯
১. মোট জনসংখ্যা – ১৬ কোটি ৩৭ লক্ষ
২. জনসংখ্যা বৃদ্ধির হার-১.৩৭%
৩. পুরুষ ও মহিলার অনুপাত – ১০০.২ : ১০০
৪. জনসংখ্যার ঘনত্ব – ১১০৩ জন
৫. স্থূলজন্মহার (১০০০জনে) -১৮.৫ জন
৬. স্থূল মৃত্যুহার (১০০০জনে) -১৮.৫ জন
৬. স্থূল মৃত্যুহার (১০০০জনে) -১৮.৫ জন
৬. স্থূল মৃত্যুহার (১০০০জনে) -৫.১ জন
৭. এক বছরের কম বয়সী শিশুর মৃত্যুর হার (১০০০জনে) -২৪ জন
৮. প্রত্যাশিত গড় আয়ুষ্কাল -৭২ বছর
(পুরুষ ৭০.৬ বছর ও মহিলা ৭৩.৫ বছর)
৯. ডাক্তার ও জনসংখ্যার অনুপাত -১:১৭২৪ জন
১০. স্বাক্ষরতার হার – ৭২.৩% (পুরুষ ৭৪.৩% ও মহিলা-৭০.২%)
১১. দারিদ্রের হার ২১.৮%
১২. চরম দারিদ্রের হার – ১১.৩%
১৩. চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয় – ১৯০৯ ডলার (১৬০০৬০ টাকা)
১৪. চলতি মূল্যে মাথাপিছু জিডিপি – ১৮২৭ ডলার (১৫৩১৯৭ টাকা)
১৫. স্থির মূল্যে জিডিপির (GDP) প্রবৃদ্ধির হার – ৮.১৩%
১৬. মোট শ্রমশক্তির শতকরা হার :
ক) কৃষিতে – ৪০.৬%
খ) শিল্পতে – ২০.৪%
গ) সেবাতে – ৩৯%
১৭. মুদ্রাস্ফীতির গড় – ৫.৪৪%
১৮. মোট ব্যাংকের সংখ্যা ৫৯ টি
ক) রাষ্ট্র মালিকানাধিন -৬টি
খ) বিশেষায়িত -৩টি
গ)বেসরকারি -৪১টি
ঘ) বৈদেশিক-৯টি
১৯. খাত সমূহের অবদান:
ক) কৃষি – ১৩.৬০%
খ) শিল্প – ৩৫.১৪%
গ) সেবাতে – ৫১.২৬%
২০. বর্তমানে বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে দেশের মোট জনগণের – ৯৩%
২১. সবোর্চ্চ রেমিটেন্স আসে – সৌদি আরব হতে
২২. সর্বোচ্চ রপ্তানি করা হয় আমেরিকাতে এবং আমদানি করা হয় – চীন থেকে।
২৩. বাংলাদেশ ঔষধ রপ্তানি করে ১৪৬ টি দেশে।
২৪. দেশে সমুদ্র বন্দর ৩টি।
২৫. স্থল বন্দর -২৩ টি।
২৬. গ্যাসক্ষেএ রয়েছে ২৭ টি।
২৭. দেশে ইপিজেট রয়েছে-৮ টি (সরকারি) । তবে বেসরকারি ২ টি সহ ১০ টি।
অর্থনৈতিক সমীক্ষা ২০১৮
১। মোট জনসংখ্যা = ১৬ কোটি ৮ লক্ষ।
২। জনসংখ্যা বৃদ্ধির হার = ১.৩৭%
৩। পুরুষ – মহিলা অনুপাত = ১০০.৩ঃ১০০
৪। জনসংখ্যার ঘনত্ব = ১০৯০ জন (বর্গ কি:মি)
৫। এক বছরের কম বয়সী শিশু মৃত্যুহার = ২৮ জন (প্রতি হাজারে)
৬। প্রত্যাশিত গড় আয়ু = ৭১.৬ বছর
৭। সাক্ষরতার হার = ৭১%
৮। দারিদ্র্যের ঊর্ধ্বসীমা = ২৪.৩%
৯। দারিদ্র্যের নিম্নসীমা = ১২.৯%
১০। GDP প্রবৃদ্ধির হার = ৭.৬৫%
১১। চলতি মূল্যে মাথাপিছু আয় = ১৭৫২ মার্কিন ডলার
১২। চলতি মূল্যে মাথাপিছু GDP = ১৬৭৭ মার্কিন ডলার
১৩। মূল্যস্ফীতি = ৫.৮৩% (জুলাই ১৭- এপ্রিল ১৮)
১৪। মোট ব্যাংক = ৫৭ টি
> রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ৬ টি,
>বিশেষায়িত ব্যাংক ২ টি,
>বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ৪০ টি,
>বৈদেশিক ব্যাংক ৯ টি
>ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ৩৪ টি
>মোট বীমা ৭৮ টি, সরকারি জীবন বীমা ১ টি, সাধারণ বীমা ১ টি, বিদেশি বীমা ১টি।
১৫। সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে = সৌদিআরব থেকে
১৫। সবচেয়ে বেশি রপ্তানি করা হয় = যুক্তরাষ্ট্র
১৬। সবচেয়ে বেশি আমদানি করা হয় = চীন
১৭। ঔষধ রপ্তানি করা হয় = ১৪৫ টি দেশে
১৮। মোট স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা = ১৩,৮৪৬ মেগাওয়াট
১৯। মোট বিদ্যুৎ উৎপাদন = ৩৫,৪৭৪ মিলিয়ন কিলোওয়াট -ঘণ্টা
২০। আবিষ্কৃত মোট গ্যাসক্ষেত্র = ২৭ টি
২১। প্রাকৃতিক গ্যাসের প্রাথমিক মোট মজুদ = ৩৯.৯ ট্রিলিয়ন ঘনফুট
২২। প্রাকৃতিক গ্যাসের উত্তোলনযোগ্য মজুদ = ২৭.৭৬ ট্রিলিয়ন ঘনফুট
২৩। মোবাইল গ্রাহক = ১৪.৭ কোটি
২৪। ইন্টারনেট ইউজার = ৮.০৮ কোটি
২৫। বাংলাদেশ বেশি বৈদেশিক সাহায্য পায় = জাপান থেকে
২৬। সংস্থা হিসেবে বাংলাদেশ বেশি বৈদেশিক সাহায্য পায় = IDA থেকে
২৭। GDP তে অবদান (সাময়িক)
কৃষি = ১৪.১০%
শিল্প = ৩৩.৭১%
সেবা = ৫২.১৮%
[N.B. পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭২ বছর]।
.
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৭
- বাংলাদেশের মোট জনসংখ্যা – ১৫ কোটি ৮৯ লক্ষ।
- জনসংখ্যা বৃদ্ধির হার শতকরা – ১.৩৭%।
- জনসংখ্যায় পুরুষ ও নারীর অনুপাত – ১০০.৩ঃ১০০।
- জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিঃমিঃ- ১,০৭৭ জন।
- স্থূল জন্মহার ও মৃত্যুহার (প্রতি ১০০০ জনে)- জন্ম ১৮.৮ জন ও মৃত্যু ৫.১ জন।
- বাংলাদেশের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল – ৭০.৯ বছর (পুরুষ ৬৯.৪ বছর ও মহিলা ৭২.৩ জন)।
- শিশু মৃত্যুহার (একবছরের কমবয়সী প্রতি হাজারে) – ২৯ জন।
- ডাক্তার প্রতি জনসংখ্যা – ২,০৩৯ জন।
- স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারকারীর সংখ্যা শতকরা ৭৩.৫%।
- স্বাক্ষরতার হার ( ৭ বছর+) – ৬৩.৬%।
- দেশে দারিদ্রের হার – ২৩.৫%।
- ২০১৬-১৭ অর্থ বছরের চলতি মূল্যে জিডিপি – ১৯,৫৬,০৫৬ কোটি টাকা।
- ২০১৬-১৭ অর্থ বছরের স্থির মূল্যে জিডিপি – ৯,৪৭,৫৮২ কোটি টাকা।
- ২০১৬-১৭ অর্থ বছরের স্থির মূল্যে জিডিপির প্রবৃদ্ধির হার – ৭.২৪%।
- মোট শ্রমশক্তি ( ১৫+) – ৬.১ কোটি জন।
- চলতি মূল্যে মাথাপিছু আয় – ১,৬০২ মার্কিন ডলার।
- চলতি মূল্যে মাথাপিছু জিডিপি – ১,৫৩৮ মার্কিন ডলার।
- ২০১৬-১৭ অর্থবছরের জিডিপিতে দেশেজ সঞ্চয়ের অবদান – ২৬.০৬%।
- ২০১৬-১৭ অর্থবছরের জিডিপিতে জাতীয় সঞ্চয়ের অবদান – ৩০.৩০%।
- ২০১৬-১৭ অর্থবছরের রপ্তানি আয় – ২২,৮৩৬ মিলিয়ন মার্কিন ডলার।
- ২০১৬-১৭ অর্থবছরে মোট ব্যয় – ৩,৪০,৬০৫ কোটি টাকা।
- জাতীয় মহাসড়ক ৩,৮১৩ কিলোমিটার।