Australia
রাষ্ট্রীয় নামঃ কমনওয়েলথ অব অস্ট্রেলিয়া।
State Name: Commonwealth of Australia.
রাজধানীঃ ক্যানবেরা।
Capital: Canberra.
স্বাধীনতাঃ ১ জানুয়ারি, ১৯০১।
Independence: January 1, 1901.
রাজনৈতিক পদ্ধতিঃ গণতন্ত্র।
Political System: Democracy
সরকার পদ্ধতিঃ সংসদীয়।
Government system: Parliamentary
আয়তনঃ ৭৬,৮২,৩০০।
Size: 76,82,300 km
উপনিবেশঃ ব্রিটেন।
Colony: Britain.
লোক সংখ্যাঃ প্রায় ২ কোটি ৫০ লক্ষ।
Number of people: about 25 million
ভাষাঃ ইংরেজী।
Language: English
মুদ্রাঃ অস্ট্রেলীয় ডলার।
Currency : Australian Dollar
বিমান সংস্থা ঃ কান্তাজ এয়ার লাইন।
Airlines: Kantaz Air Line.
অস্ট্রেলিয়া পরিচিতি
অস্ট্রেলিয়া মহাদেশ এর সবচেয়ে বড় দেশ অস্ট্রেলিয়া।অস্ট্রেলিয়া একটি ল্যাটিন শব্দ – যার অর্থ দক্ষিনাঞ্চল। ওশেনিয়া বা অস্ট্রেলিয়া এশিয়া মহাদেশের দক্ষিনে অবস্থিত দক্ষিন গোলার্ধের একটি দেশ।অস্ট্রেলিয়ার উষ্ণতম মাস জানুয়ারি এবং শীতলতম মাস জুলাই। প্রোক্লেম্যাশন অব অস্ট্রেলিয়া অ্যাক্টের ফলে অস্ট্রেলিয়া ব্রিটেনরে সাথে সাংবিধানিক সম্পর্ক ছিন্ন করে।অস্ট্রেলীয় আদিবাসীদের বলা হয় Aborigine. অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় হ্রদ গ্রেট ভিক্টোরিয়া।অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী ম্যাকলন টার্নবুল। অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধান রানী দ্বিতীয় এলিজাবেথ।অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন জুলিয়া গিলার্ড।
History of Australia
Australian continent is the largest country in Australia. Australia is a Latin word – which means the southwest. Oceania or Australia is a country of the Southern Hemisphere located in the South Asia continent. Australia’s warmest month is January and the coldest month is July. As a result of the Prokalomation of Australia Act, Australia severs constitutional ties with Britain. Australian indigenous people are called Aborigine. Australia’s largest lake is Great Victoria. Australia’s current prime minister, McCallon Turnbull. The President of Australia, Queen Elizabeth II. Australia’s first woman Prime Minister was Julia Gillard.
গ্রেড ব্যারিয়ার রিফ
গ্রেড ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়া মহাদেশ তথা পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল প্রাচীর। ২০০০ কি:মি: দীর্ঘ এই প্রবাল প্রাচীর অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এই বিখ্যাত বিশ্ব ঐতিহ্যে ৪০০ প্রজাতির কোরল এবং ১৫০০ প্রজাতির মাছের আবাসস্থল রয়েছে। এটি ইউনেস্কো কতৃর্ক ঘোষিত একটি বিশ্ব ঐত্যিহ্য স্থান।
- ক্যাঙ্গারুর দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে।
- সিডনিকে বলা হয় দক্ষিনের রানী।
- অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদী মারে ডার্লিং।