আন্তর্জাতিক
অর্থনৈতিক জোট
Group of Seven (G-7)
Introduction: A Forum for the governments of Eight (now Seven) of the world’s largest Industrialized countries.
সূচনা: বিশ্বের ৭টি শিল্পোন্নত দেশের সরকারের একটি সংগঠন।
Establishment: 15 November, 1975.
প্রতিষ্ঠাকাল : ১৫ নভেম্বর, ১৯৭৫.
Headquarters: None
সদরদপ্তর : নেই।
Membership: USA, France, UK, Germany, Italy, Canada, Japan.
(Russia was added in 1997. And Russia was excluded 2014.)
সদস্যপদ : যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, কানাডা এবং জাপান (একমাত্র এশীয় দেশ)। (রাশিয়া ১৯৯৭ সালে সদস্যপদ লাভ করলেও ২০১৪ সালে বহিষ্কৃত হয়। তবে ডোনাল ট্রাম্প ও ফ্রান্সের প্রেসিডেন্ট ২০২০ সালে রাশিয়া কে ফেরাত চান।
বিশ্ব জিডিপির ৩২ ভাগ নিয়ন্ত্রণ করে G-7 ভুক্ত দেশগুলো। তাদের সম্পদের পরিমাণ ৫৮%।
ভবিষ্যতে G-20 major economies গোষ্ঠী G-7 এর স্থলাভিষিক্ত হবে।
The 45th G7 summit was held on 24-26 August 2019, in Biarrit, France.
Group of Twenty (G-20)
ভূমিকা: ভবিষ্যতে জি -২০ গ্রুপ জি-৭ কে প্রতিস্থাপিত করবে।
Formation: 26 September, 1999.
প্রতিষ্ঠা: ২৬ সেপ্টেম্বর, ১৯৯৯
উদ্যোক্তা: ফ্রান্স
Membership: 20.
- Organization (1): European Union
- G-7 Countries (USA, France, UK, Germany, Italy, Canada, Japan)
- BRICS Countries ( Russia, China, Brazil, India, South Africa)
- Argentina
- Australia
- Saudi Arabia
- Mexico
- South korea
- Turkey
- Indonesia
সদস্যপদ: ২০টি। ইউরোপীয় ইউনিয়ন, জি-৭ এর দেশসমূহ (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, কানাডা এবং জাপান), ব্রিকসের সদস্যদেশ সমূহ (চিন, ভারত, ব্রাজিল, রাশিয়া, দক্ষিন আফ্রিকা), আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, সৌদি আরব, মেক্সিকো, ইন্দোনেশিয়া, তুরস্ক, দক্ষিন কোরিয়া।
Headquarters: None
সদরদপ্তর : নেই।
Note: The G20 members represent about 90% Global GDP.
***MINT countries: Malaysia, Nigeria, Turkey, Indonesia
BRICS
‘BRICS’ ৫ টি গুরুত্বপূর্ণ রাষ্ট্র এর আদ্যক্ষরের সমন্বয়ে নামকরণকৃত একটি উদীয়মান অর্থনৈতিক সংঘ।নব শিল্পোন্নত উন্নয়নশীল দেশসমূহ (Developing or newly industrialized countries) ‘ব্রিকস’ এর সদস্য।
সদস্যরাষ্ট্রসমূহ: ব্রাজিল, রাশিয়া, চীন, ভারত ও দক্ষিন আফ্রিকা।
Membership: Brazil, Russia, India, China and South Africa.
২০১০ সালে দক্ষিন আফ্রিকা অন্তুর্ভুক্ত হওয়ার পূর্বে এটি ‘BRIC’ নামে পরিচিত ছিল।
২০১৬ সালের ১৫ জুলাই ব্রাজিলের ফোর্তলেজায় অনুষ্ঠিত ব্রিকসের ৬ষ্ঠ সম্মেলনে ‘ব্রিকস’ রাষ্ট্রগুলোর চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে ‘নয়া উন্নয়ন ব্যাংক’ (New Development Bank) বা NDB গঠিত হয় যা পূর্বে ‘BRICS Development Bank’ নামে পরিচিত ছিল। চীনের সাংহাইয়ে এর সদর দপ্তর ছিল।
Developing Eight (D-8)
Full Meaning: Developing Eight
Formation: 1997
গঠনকাল: ১৯৯৭
Headquarters: Istanbul, Turkey
সদরদপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক
Membership: 8 (Bangladesh, Egypt, Indonesia, Iran, Malaysia, Nigeria, Pakistan, Turkey)
সদস্যপদ: বাংলাদেশ, পাকিস্থান, তুরস্ক, ইরান, নাইজেরিয়া, মালয়শিয়া, ইন্দোনেশিয়া এবং মিশর।
১৯৯৮ সালে প্রথম তুরস্কের ইস্তাম্বুলে প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। দুই বছর পরপর এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।পরবর্তী ২০২১ সালের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে বাংলাদেশে।
৭৭ জাতি গ্রুপ (G-77)
Full Meaning: Group of Seventy Seven
Membership: 134. (Last member –South Sudan)
সদস্যপদ: ১৩৪
Formation: 15 June, 1964
গঠনকাল: ১৫ জুন, ১৯৬৪
Headquarters: None
সদরদপ্তর: নেই
OPEC
Introduction: The inter-government organization made up of the major oil exporting nations of the world.
ভূমিকা: বিশ্বের তেল রপ্তানিকারক দেশসমূহের সরকারের সমন্বয়ে গঠিত সংস্থা।
OPEC control the price of crude oil in the world market.
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্য নিয়ন্ত্রণ করে।
OPEC: Organization of the Petroleum Exporting Countries.
Formation: 14 September, 1960.
গঠনকাল: ১৪ সেপ্টেম্বর, ১৯৬০
উদ্যোক্তা: ভেনেজুয়েলা
Headquarters: Vienna, Austria.
সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া
Membership: 13 Countries. (Iran, Iraq, Kuwait, Saudi Arabia, Venezuela, Algeria, Ecuador, Libya, Nigeria, UAE, Angola, Gabon, Congo.
সদস্যপদ: ১৩টি দেশ। (ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব, ভেনেজুয়েলা, আলজেরিয়া, লিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, নাইজেরিয়া, এঙ্গোলা, গ্যাবন, কঙ্গো প্রজাতন্ত্র, নিরক্ষীয় গিনি।
সদস্যপদ প্রত্যাহার: ইন্দোনেশিয়া ২০০৯ সালে সদস্যপদ প্রতাহার করে ২০১৬ সালে পুনরায় ফিরে আসে এবং পুনরায় ২০১৬ সালে আবার প্রত্যাহর করে নেয়।
ইকুয়েডর ১৯৯২ সালে সদস্যপদ প্রত্যাহার করে নেয় এবয় ২০০৭ সালে ফিরে আসে। আবার ২০২০ সালে ত্যাগ করে।
গ্যাবন ১৯৯৫ সালে প্রত্যাহার করে পুনরায় ২০১৬ সালে যোগ দেয়।
সর্বশেষ ১ জানুয়ারি ২০১৯ সালে কাতার সদস্যপদ প্রত্যাহার করে নেয়।
Barrel (ব্যারেল): অপরিশোধিত তেল ওজন পরিমাপক একক।
Brent Index: অপরিশোধিত তেলের (crude oil) মূল্য সর্ম্পকিত।
- বিশ্বের তেলের মজুদের দুই-তৃতীয়াংশ ওপেকের সদস্য দেশসমূহের কাছে মজুদ আছে।
- মধ্যপ্রাচ্যের প্রধান রপ্তানি পণ্য তেল (Petroleum)।
- তেল উত্তোলনে শীর্ষদেশ যুক্তরাষ্ট্র (২য় সৌদি আরব, তৃতীয় রাশিয়া)
- রপ্তানিতে শীর্ষদেশ সৌদি আরব। আর রাশিয়া দ্বিতীয়।
- আমদানিতে শীর্ষে চীন। তবে রিজার্ভে র্শীষে যুক্তরাষ্ট্র।
GECF
এটি গ্যাস উৎপাদন রপ্তানীকারক দেশের জোট
GECF: Gas Exporting Countries Forum.
Formation: 2001. (Teheran, Iran)
গঠনকাল: ২০০১ সালে ইরানের রাজধানীতে এটি গাঠত হয়।
Headquarters: Doha, Qatar.
সদরদপ্তর: দোহা, কাতার
Membership: 12 Countries. (Iran, Qatar, Algeria, Bolivia, Egypt, Equatorial Guinea, Trinidad and Tobago, Libya, Nigeria, UAE, Venezuela, Russia.
সদস্যপদ: ১২টি দেশ। (ইরান, কাতার, ভেনেজুয়েলা, লিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, নাইজেরিয়া, ত্রিনিদাদ এন্ড টোবাগো, রাশিয়া, আলজেরিয়া, লিবিয়া, নাইজেরিয়া এবং নিরক্ষীয় গিনি।
সদস্যদেশগুলোতে গ্যাসের রিজার্ভ প্রায় ৭০%।
- গ্যাস উত্তোলনে শীর্ষদেশ রাশিয়া (দ্বিতীয়-কাতার)
- গ্যাস রপ্তানিতে শীর্ষদেশ কাতার। ( বিশ্বের ১২.৫% রপ্তানি করে)
- গ্যাস আমদানিতে শীর্ষদেশ জাপান। (তবে ইউরোপীয় ইউনিয়ন সবচেয়ে বেশি আমদানি করে।)
- গ্যাস রিজার্ভে শীর্ষদেশ রাশিয়া
APEC
APEC: Asian Pacific Economic Co-operation
পরিচয়: এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট
Establish: 1989
প্রতিষ্ঠাকাল: ১৯৮৯ (অস্ট্রেলিয়ার ক্যানবেরায়)
Membership: 21 Countries.
সদস্যদেশ : ২১টি।
Headquarters: Singapore City, Singapore
সদর দপ্তর: সিঙ্গাপুর
এর প্রধান উদ্দেশ্য সদস্য দেশসমূহের মধ্যে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি। এপেকের প্রতিষ্ঠাতা অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হাউক।
সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় চিলির সান্তিয়াগোতে ১৬-১৭ নভেম্বর ২০১৯ (৩১ তম)। পরবর্তী সম্মেলন হবে মালয়েশিয়াতে।(৩২ তম)।
CIRDAP
CIRDAP : Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
প্রতিষ্ঠাকাল: FAO এবং এশীয়-প্রশান্ত মহাসাগরীয় দেশের উদ্যোগে ১৯৭৯ সালের ৬ জুলাই সিরডাপ গঠিত হয়।
Establish: 1979
উদ্দেশ্য: পল্লী উন্নয়ণ এবং দারিদ্র বিমোচন।
Headquarters: Dhaka, Bangladesh.
সদর দপ্তর: ঢাকার চামেলী হাউজ।
Memberships: 15 Countries (Bangladesh, Afganistan, Iran, India, Malaysia, Nepal, Philippines, Thailand, Indonesia, Fiji, Lao PDR, Myanmar, Sri lanka, Pakistan, Vietnam.
সদস্যসংখ্যা: ১৫ টি। (বাংলাদেশ, পাকিস্থান, ভারত, আফগানিস্থান, ইরান, নেপাল, মালয়েশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, ফিজি, ইন্দোনেশিয়া, লাওস, মায়ানমার, শ্রীলঙ্কা, ভিয়েতনাম।
ACU
ACU: Asian Clearing Union.
প্রতিষ্ঠাতা :SCAP
Establish: 9 December, 1974.
প্রতিষ্ঠাকাল: ১৯৭৪.
Headquarters: Teheran, Iran.
সদর দপ্তর: তেহরান, ইরান।
Memberships: 9 Countries. (Bangladesh, Iran, India, Myanmar, Sri lanka, Pakistan, Maldives, Bhutan, Nepal)
সদস্যসংখ্যা: ১৫ টি। (বাংলাদেশ, পাকিস্থান, ভারত, ইরান, নেপাল, মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান।
উদ্দেশ্য: মুদ্রা বাজার ও বানিজ্য সহযোগিতা