আল মাহমুদ
আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ই জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মৌড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম মির আবদুস শুকুর আল মাহামুদ।
কাব্যগ্রন্থ
তাঁর কাব্যগ্রন্থসমূহ- সোনালী কাবিন(তাঁর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ, প্রকাশকাল ১৯৭৩), লোক-লোকান্তর, কালের কলস, বখতিয়ারের ঘোড়া, পাখির কাছে ফুলের কাছে, মায়াবী পর্দা দুলে উঠো, দ্বিতীয় ভাঙ্গন, প্রেমের কবিতা, দোয়েল ও দয়িতা, অদৃষ্টবাদীদের রান্নাবান্না।
*তিতাস কবিতাটি লোক-লোকান্তর গ্রন্থের অর্ন্তগত।
গল্পগ্রন্থ
পানকৌড়ির রক্ত, সৌরভের কাছে পরাজিত, গন্ধবণিক, ময়ূরীর মুখ।
উপন্যাস
উপমহাদেশ (মুক্তিযুদ্ধভিত্তিক), আগুনের মেয়ে, ডাহুকী, কাবিলের বোন, চেহারার চতুরঙ্গ।
পক্তিঃ আমাদের ধর্ম হোক ফসলের সুষম বন্টন।(সোনালী কাবিন)