ইমদাদুল হক মিলন
ইমদাদুল হক মিলন ৮ই সেপ্টেম্বর ১৯৫৫ সালে বিক্রমপুরের লৌহজং-এ জন্মগ্রহণ করেন।তিনি সাহিত্যিক হিসেবে পরিচিত ছিলেন।
গল্পগ্রন্থ
নিরন্নের কাল, হে প্রেম, ফুলের বাগানে সাপ, প্রেম নদী, বারো রকমের মানুষ, আহারী, মর্মবেদনা।
উপন্যাস: দুঃখ কষ্ট, এক দেশ, ভূমিপুত্র, ও রাধা ও কৃষ্ণ, প্রিয় নারী জাতি, পরবাস, নায়ক, সারাবেলা, রূপনগর, দুজনে, কথা ছিল, বনমানুষ, বালকের অভিমান, স্বপ্ন, মহাযুদ্ধ, কোন কাননের ফুল, কালো ঘোড়াবাঁকা জল, মানুষজন, নূরজাহান, রহস্যময়ী।
পুরস্কার: বিশ্ব জ্যোতিষ সমিতি পুরস্কার (১৯৮৬), ইকো সাহিত্য পুরস্কার (১৯৮৭), বাংলা একাডেমি পুরস্কার (১৯৯২)।