Islamic Republic of Iran
রাষ্ট্রীয় নামঃ ইসলামিক রিপাবলিক অব ইরান।
State Name: Islamic Republic of Iran
রাজনৈতিক পদ্ধতিঃ গণতন্ত্র।
Political System: Democracy
সরকার পদ্ধতিঃ ইসলামি প্রজাতন্ত্র।
Government system: Islamic Republic
আয়তনঃ ১৬,৪৮,১৯৫ কিঃ মিঃ (আয়তন – ১৮ তম)
Size: 16,48,195 kms (volume – 18th)
স্বাধীনতাঃ ১৯২৫ (ব্রিটেন হতে)
Independence: 1925 (from Britain)
ভাষাঃ ফারসি।
Language: Persian
রাজধানীঃ তেহরান।
Capital: Tehran.
মুদ্রাঃ ইরানের মুদ্রার নতুন নাম তুমান
Currency: Dinar.
ইতিহাস
ইরান দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিকে সার্পোট দেয়। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরান ইসলামী প্রজাতন্ত্রে পরিনত হয়। এ বিপ্লবের নেতা ছিলেন ইমাম আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি।এর ফলে পাবহালি বংশের শাহ মুহাম্মদ রেজা পাহভলী ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করেন। এ বিপ্লবের ফলে আমেরিকার সাথে ইরানের সর্ম্পক অবনতি হয়।ইরানের প্রথম প্রধান ধর্মীয় নেতা ছিলেন ইমাম আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি।বর্তমান প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি। বর্তমানে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানী। ক্ষমতাসীন দল হল প্রগতশীল দল।ইরানের পতাকায় কালেমা তাইয়্যবা লেখা তাই পতাকা কখোন অর্ধনমিত রাথা হয় না।বাম নগরী ইরনে অবস্থিত।
History
Iran gave the supplement to Germany in World War II. Through the Islamic Revolution in 1979, Iran became an Islamic republic. The leader of this revolution was Imam Ayatollah Ruhollah Khomeini. As a result, Shah Mohammed Reza Pahlavi dynasty was ousted and emigrated. This revolution led to the decline of relations with the United States. Iran’s first major religious leader was Imam Ayatollah Ruhollah Khomeini. The main religious leader, Ayatollah Ali Khomeini, Presently Iran’s President Hassan Rouhani. The ruling party is a progressive party. In the flag of Iran, Kalima is written in Taiyaba so that the flag is not half-diminished. The city is located in Iran.
- ইরানের নোবেলজয়ী নারী শিরিন এবাদির মানবাধিকার সংগঠনের নাম ‘ডিফেন্ডার্স অব হিউম্যান রাইটস সেন্টার’।
- ফ্রিডম মুভমেন্ট ইরানের সংগঠন।
- ইরানের পূর্বনাম পারস্য।
- আবু মূসা দ্বীপ নিয়ে ইরানের সাথে সংযুক্ত আরব আমিরাতের বিরোধ রয়েছে।
- ইরান-ইরাক যুদ্ধ হয় ১৯৮০-৮৮সালে শাতেল ই আরব জলাধার নিয়ে।এ যুদ্ধ বিরতিতে অংশগ্রহণকারী জাতিসংঘের সংক্ষিপ্ত নাম UNIMOG. এই যুদ্ধে প্রথম বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষীতে অংশ নেয়।