উপজাতি (Tribe)
বাংলাদেশে বসবাসকারী উপজাতির মোট পরিমান | ১৫ লক্ষ ৮৬ হাজার (মোট জনসংখ্যার ১.১০%) |
বাংলাদেশে বসবাসকারী উপজাতির সংখ্যা | ৪৫ টি [ সূত্রঃ বাংলাদেশ আদিবাসী ফোরাম]
৫০ টি [সূত্রঃবাংলাদেশ সরকারের তথ্য অনুযায়ী] |
বাংলাদেশে বৃহত্তম উপজাতি | চাকমা (প্রথম), সাত্তঁতাল (দ্বিতীয়) |
মাতৃতান্ত্রিক উপজাতি | গারো, খাসিয়া |
পিতৃতান্ত্রিক উপজাতি | বেশিরভাগ |
খাগড়াছড়ির আদিবাসী রাজা | বোমাং রাজা |
উপজাতির অবস্থান (Location of the tribe)
উপজাতির নাম (Name of the tribe) | অবস্থান | |
চাকমা | রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার | |
ত্রিপুরা (টিপরা), লুসাই | রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান | |
মগ (মারমা+ রাখাইন) | মারমা | বান্দরবানে চিম্বুক পাহাড়ের পাদদেশে |
রাখাইন | কক্সবাজার ও পটুয়াখালী | |
বনজোগী (বম) | খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি | |
তুব্ঞঙ্গা | রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম | |
পাংখোয়া | বান্দরবান ও রাঙ্গামাটি | |
মুরং (ম্রো), চাক, খুমি, খিয়াং | বান্দরবান | |
খাসিয়া | সিলেট জেলার সীমান্তবর্তী জৈয়ন্তিকা পাহাড়ে | |
মনিপুরী | সিলেট, মৌলবীবাজার এবং হবিগঞ্জ জেলার আসাম পাহাড়ের অঞ্চলে | |
মুন্ডা | সিলেট | |
গারো | ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও টাঙ্গাইল | |
হাজং | ময়মনসিংহ, নেত্রকোনা | |
সাঁওতাল | রাজশাহী, রংপুর, বগুড়া, দিনাজপুর | |
ওঁরাং | রংপুর ও বগুড়া | |
পাঙন(মুসলিম) | মৌলবীবাজার | |
রাজবংশী | রংপুর | |
বাওয়ালী ও মৌওয়ালী | বাওয়ালীরা সুন্দরবনের গোলপাতা এবং মৌয়ালীরা সুন্দরবনে মধু সংগ্রহ করে। |
উপজাতিদের ধর্ম
বৌদ্ধ ধর্মাবলম্বী | উপজাতিদের অধিকাংশ বৌদ্ধ ধর্মাবলম্বী (৪৩.৭%) চাকমা, চাক, মারমা, খিয়াং, খুমি, তঞ্চঙ্গা, রাখাইন। |
সনাতন | পাংখোয়া,নুনিয়া, পনিয়া, পাহান, ভূঁইমালী, মাহাতো, মুশহর, রবিদাস, রানা কর্মকার, লহরা, কুর্মি, কোচ, খাড়িয়া, নায়েক, পাও, বর্মন, বীন, বোনাজ, শবে, হাজং, হালাম, ত্রিপুরা |
প্রকৃতি পূজারী | মুন্ডা ও রাজবংশী |
খ্রিস্টান ধর্মাবলম্বী | বম, লুসাই, মাহীল, খাসিয়া, গারো |
ইসলাম | পাঙন |
জড়ো পাসন | ওরাও |
বৈষ্ণব | মণিপুরী |
- বাংলাদেশে আনুমানিক ৫০ টি উপজাতি আছে যার মধ্যে পার্বত্য চট্টগ্রামে ১৩ টি উপজাতির বাস।
- সর্ববৃহৎ উপজাতি গোষ্ঠী চাকমা । তারা বৌদ্ধ ধর্মাবলম্বী। চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাস ফেবো ( প্রকাশিত হয় ১৯ ফেব্রুয়ারি ২০০৪)
- গারো জাতিগোষ্ঠীর প্রকৃত নাম মান্দি। এদের উৎসব হলো ‘রয়ানগালা’।
- উপজাতীয় প্রতিষ্ঠান আছে ৭ টি। [সূত্রঃ িি.িসড়পধ.মড়া.নফ]
- সাওতালের গ্রামের প্রধান- মাজি ।
- বিরিশিরি অবস্থিত নেত্রকোনায়।
- মগরা হলো মঙ্গোলীয় বংশভূত।
- জলকেলি রাখাইনদেও সবচেয়ে উৎসব। রাখাইনদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা।
- খাসিয়া গ্রামগুলো পুঞ্জি নামে পরিচিত।