খাদ্য অধিদপ্তর ২০১২
১.‘মরমি কবি’ বলা হয় কাকে?
উ: হাছান রাজা।
২. ‘কবর’ এটি কোন শ্রেণীর গ্রন্থ?
উ: নাটক।
৩. রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
উ: বনফুল।
৪.মুনির চৌধুরীর ‘মীর মানস’ কোন জাতীয় গ্রন্থ?
উ: প্রবন্ধ।
৫. শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার পান?
উ: ক্রীতদাসের হাসি।
৬. ‘ছাপান্ন হাজার বর্গমাইল’ গ্রন্থের লেখক কে?
উ: হুমায়ুন আজাদ।
৭.‘ আগুনের পরশমনি’ উপন্যাসের উপজীব্য বিষয় কি?
উ: মুক্তিযুদ্ধ।
৮.রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কত সালে?
উ: ১৯১৯।
৯.‘চঞ্চল’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
উঃ অবিচল।
১০. ‘সাক্ষীগোপাল’ বাগধারার অর্থ নির্ণয় করুন।
উঃ নিষ্ক্রিয় দর্শক।
১১.‘শোনা যায় এমন’ এক কথায় প্রকাশ করুন?
উঃ শ্রুতিগ্রাহ্য।
১২.‘শত্রুকে দমন করে যে’ এক কথায় প্রকাশ করুন।
উ: অরিন্দম।
১৩.‘যার আকার কুৎসিত’ এক কথায় প্রকাশ করুন।
উ: কদাকার।
১৪. ‘অত্যধিক’ এর সন্ধি বিচ্ছেদ করুন।
উ: অতি + অধিক।
১৫.‘ নীরস’ এর সন্ধি বিচ্ছেদ করুন।
উ: নিঃ + রস।
১৬.ভুল সন্ধি বিচ্ছেদ কোনটি?
উ: সিম্ + হ।
১৭. ‘বাতুল’ এর সমার্থক শব্দ কোনটি?
উ: উন্মাাদ।
১৮. কোন বানানটি শুদ্ধ? স্বায়ত্ন, স্বায়াত্ব, স্বায়ত্ত, সায়ত্ত্ব
উ: স্বায়ত্ত।
১৯. কোন বানানটি শুদ্ধ? কনীনিকা, কনিনীকা, কণিনিকা, কনিনিকা
উ: কনীনিকা।
২০.‘উচাটন’ এর বিপরীত শব্দ কোনটি?
উ: প্রশান্ত।
২১. ‘ক্ষতি’ এর বিপরীত শব্দ কোনটি?
উ: ফায়দা।
২২. ‘ঝানু’ এর বিপরীত শব্দ কোনটি?
উ: অপটু।
২৩. ‘গৃহী’ এর বিপরীত শব্দ কোনটি?
উ: সন্ন্যাসী।
২৪. ‘গম্ভীর ধ্বনী’ এর বাক্য সংকোচন করুন।
উ: মন্দ্র।
২৫. ‘চতুরঙ্গ’ এর সন্ধি বিচ্ছেদ করুন।
উ: চতুঃ + অঙ্গ।
২৬.Assemble শব্দটির সঠিক synonym কোনটি?
উ: Unit.
২৭.Buccaneer শব্দটির সঠিক synonym কোনটি?
উ: Pirate.
২৮. Pungent শব্দটির সঠিক synonym কোনটি?
উ: Overpowering.
২৯.Aroma শব্দটির সঠিক synonym কোনটি?
উ: Fragrance.
৩০. Desolate শব্দটির সঠিক Antonym কোনটি?
উ: Populous.
৩১. Flawlessness শব্দটির সঠিক Antonym কোনটি?
উ: Imperfectness.
৩২. Approach শব্দটির সঠিক Antonym কোনটি?
উ: Retract.
৩৩. Hate সঠিক Antonym কোনটি?
উ: Admire.
৩৪. Liability শব্দটির সঠিক Antonym কোনটি?
উ: Asset.
৩৫. সঠিক বানানের শব্দ কোনটি? Credential, Credancial, Credantial, Cedencial.
উ: Credential.
৩৬. সঠিক বানানের শব্দ কোনটি?
উ: Collateral.
৩৭. সঠিক বানানের শব্দ কোনটি?
উ: Licence.
৩৮. সঠিক বানানের শব্দ কোনটি?
উ: Extension.
৩৯. সঠিক বানানের শব্দ কোনটি?
উ: Appropriate.
৪০. সঠিক বানানের শব্দ কোনটি?
উ: Unfair.
৪১. সঠিক বানানের শব্দ কোনটি?
উ: Personnel.
৪২. শুন্যস্থানটি অর্থবোধক শব্দ ব্যবহার করে পূরন করূন।
I promise I —- smoke again.
উ: won’t.
৪৩. শুন্যস্থানটি অর্থবোধক শব্দ ব্যবহার করে পূরন করূন।
He didn’t give me —-.
উ: much money.
৪৪. শুন্যস্থানটি অর্থবোধক শব্দ ব্যবহার করে পূরন করূন।
This company dose not need—-.
উ: many machine.
৪৫. Emphasis শব্দটির অর্থ কোনটি?
উ: Important.
৪৬. Query শব্দটির অর্থ কোনটি?
উ: Question.
৪৭. Gravity শব্দটির অর্থ কোনটি?
উ: Seriousness.
৪৮. Ensure শব্দটির অর্থ কোনটি?
উ: Make certain.
৪৯. Primium শব্দটির অর্থ কোনটি?
উ: Condone.
৫০. Comprehension শব্দটির অর্থ কোনটি?
উ: Knowledge.
৫১) কোনটি মেরুদন্ডী প্রাণী? অ্যামিবা, বেজি, স্পঞ্জ, মাছি
উ: বেজি।
৫২)নীল তিমি কোন শ্রেনীর প্রাণী?
উ: স্ত্যন্যপায়ী।
৫৩) আমাদের দেহকোষের কত অংশ পানি?
উ: ৭০ ভাগ।
৫৪) বায়ুর আর্দ্রতা রক্ষায় কোনটি গুরুত্বপূর্ণ?
উ: পানি।
৫৫) কোন জাতীয় খাদ্য উপাদান হতে জীব শক্তি পায়?
উ: শর্করা।
৫৬) কোনটি পদার্থ? বাতাস, বিদ্যুৎ, তাপ, আলো
উ: বাতাস।
৫৭) লোহায় মরিচা ধরার জন্য কোনটি দায়ী?
উ: পানি ও অক্সিজেন।
৫৮) নিচের কোনটি অনুজীবের অন্তর্ভুক্ত?
ছত্রাক ব্যাকটেরিয়া রিকেটসিয়া শৈবাল
উ: শৈবাল।
৫৯) বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়?
উ: ১০ এপ্রিল, ১৯৭১।
৬০) শহীদ আসাদ দিবস?
উ: ২০ জানুয়ারি।
৬১) বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসেছিল কারা?
উ: পর্তুগিজ।
৬২) মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
উ: করতোয়া।
৬৩) পিতৃতান্ত্রিক উপজাতি কারা?
উ: মারমা
৬৪) ঘোড়াশাল সার কারখানায় কোন সার উৎপাদিত হয়?
উ: ইউরিয়া।
৬৫) বিডিআর হত্যাকান্ড সংঘটিত হয় কবে?
উ: ২৫ ফেব্রূয়ারি ২০০৯।
৬৬) কোন কাল্পনিক রেখাটি বাংলাদশেরে উপর দিয়ে গেছে?
উ: কর্কটক্রান্তি রেখা।
৬৭) জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থন কত?
উ: অষ্টম।
৬৮) জেলহত্যা দিবস কবে?
উ: ৩ নভেম্বর।
৬৯) বর্তমানে বৃহত্তর বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভূক্ত ছিল?
উ: বঙ্গ।
৭০) প্রাচীন পুন্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত?
উ: মহাস্থানগড়।
৭১) মণিপুরীরা কোথায় বাস করে?
উ: সিলেটে।
৭২) বাংলাদেশের সর্বশেষ করা হয় কোন সালে?
উ: ২০০৮।
৭৩) ঊঠগ বলতে কি বুঝায়?
উ: ইলেকট্রনিক ভোটিং মেশিন।
৭৪) বাংলাদেশে বানিজ্যিক ব্যাংকের কাজ নয়?
উ: বিহিত মুদ্রার প্রচলন।
৭৫) বাংলাদেশে তৈরি ল্যাপটপ?
উ: দোয়েল।
৭৬) জিব্রাল্টা প্রণালি কোন দটি মহাসাগর/সাগরকে যুক্ত করেছে?
উ: আটলান্টিক ও ভূমধ্যসাগরকে।
৭৭) রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পান?
উ: ১৯১৩।
৭৮) ইউরোপের কো দেশ এখনো ইউরো গ্রহণ করেনি?
উ: ইংল্যান্ড।
৭৯) মাইকেল অ্যাঞ্জেলো কো দেশের শিল্পী?
উ: ইতালি।
৮০) ২০১৬ সালে কোন কোথায় অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়?
উ: ব্রাজিলের রিও ডি জেনিরোতে।
৮১)কোন দেশের নাম ও রাজধানী একই?
উ: জিবুতি, সিঙ্গাপুর।
৮২) শিল্প বিপ্লব সংগঠিত হয় কত শতকে?
উ: আঠার শতকে।
৮৩) উইনস্টন চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?
উ: ব্রিটেনের।
খাদ্য অধিদপ্তর 2012 (2)
১) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাস কোনটি?
উ: দুর্গেশনন্দিনী।
২) বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতার নাম কি?
উ: রবীন্দ্রনাথ ঠাকুর।
৩) বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?
উ: চর্যাপদ।
৪) বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি কে?
উ: কাজী নজরুল ইসলাম।
৫) ‘নকশী কাঁথার মাঠ’ এর রচয়িতা কে?
উ: জসীমউদ্দীন।
৬) বাংলা লিপির উৎপত্তি কোন লিপি থেকে?
উ: ব্রাহ্মী লিপি।
৭) এক কথায় প্রকাশ করুন: ‘যা অবশ্যই ঘটবে’-
উ: অবশ্যম্ভাবী।
৮) এক কথায় প্রকাশ করূন :‘যার চক্ষুলজ্জা নেই’-
উ: নির্লজ্জ/চমশখোর।
৯) এক কথায় প্রকাশ করুন :‘কোথাও উন্নত কোথাও অবনত’-
উ: বন্ধুর।
১০) বাগধারার অর্থ নির্ণয় করুন: ‘বক ধার্মিক’-
উ: ভন্ড।
১১) বাগধারার অর্থ নির্ণয় করুন: ‘কান কাটা’-
উ: বেহায়া।
১২) বাগধারার অর্থ নির্ণয় করুন: ‘ইতর বিশেষ’-
উ: ভেদাভেদ।
১৩) নিচের কোন বানানটি শুদ্ধ? গীতাঞ্জলী, গীতাঞ্জলি, গিতাঞ্জলি, গিতাঞ্জলি
উ: গীতাঞ্জলি।
১৪) নিচের কোন বানানটি শুদ্ধ? সুশ্রূষা, শূশ্রূশা, শুশ্রূষা
উ: শুশ্রূষা ।
১৫) ‘চাঁদ’ এর সমার্থক শব্দ?
উ: শশী।
১৬) ‘আকাশ’ এর সমার্থক শব্দ?
উ: গগন।
১৭) নিচের কোন পুরুষবাচক শব্দের স্ত্রীবাচক শব্দ নেই?
চৌধুরী, কুলটা, নবীন, কবিরাজ
উ: কুলটা।
১৮) ‘উদ্ধত’ এর বিপরীত শব্দ?
উ: বিনীত।
১৯) ‘সে বলতে চায় তথাপি বলে না’ কোন শ্রেনীর বাক্য?
উ: যোগিক বাক্য
২০) নিচের কোনটি স্বরবর্ণ?
ক এ ঙ চ
উ: এ
21) which of the following is a noun?
Eat Very To City
উ: City
২২) What is the superlative degree of Bad?
উ: Worst
২৩) What is the past participle form of the verb ‘come’?
উ: come
24) Which of the following is the plural form of ‘tooth’?
উ: teeth
25) What is the antonym of ‘High’?
উ: Low
26) It — Last Night.
উ: rained.
27) If you delay, you — the train.
উ: will miss.
28) No man can — alone.
উ: live
29) –are you doing?
উ: What.
30) — earth moves round the sun.
উ: The.
31. শক্তিশালী
উ: Strong.
32. রহস্যময়
উ: Mysterious
33. নিষিদ্ধ
উ: Ban.
34. শিক্ষিত
উ: Educated
35. পর্যাপ্ত
উ: Adequate
Correct spelling
36. Appropriate
37. Punctual.
38. Attentive.
39. Discipline.
40. Accommodation.
৪১. বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি?
উ: পঞ্চগড়
৪২. কোন নদীতে বাধঁ দিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হয়?
উ: কর্ণফুলী
৪৩. পদ্মা ও যমুনা নদী মিলিত হয়েছে?
উ: গোয়ালন্দ
৪৪. নিচের কোনটি ভিটামিন ‘সি’ সমৃদ্ধ খাবার?
ভাত দুধ রুটি লেবু
উ: লেবু
৪৫. পরী বিবির মাজার অবস্থিত?
উ: লালবাগ দুর্গে।
৪৬. কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপাদিত হয়?
উ: ফরিদপুর জেলায়
৪৭. বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য কতজনকে বীরশ্রেষ্ঠ উপাধি দেয়া হয়?
উ: ৭ জনকে।
৪৮. এইডস রোগের ভাইরাস কোনটি?
উ: HIV
৪৯. কোনটি ম্যালেরিয়া রোগের জীবাণু বহনকারী মশা?
উ: এনোফিলিস
৫০. কোনটি গ্রিন হাউজ গ্যাস?
অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন-ডাই-অক্সাইড, হাইড্রোজেন
উ: কার্বন-ডাই-অক্সাইড।
৫১. কোন প্রাণীকে প্রাকৃতিক লাঙল বলা হয়?
উ: কেঁচো।
৫২. কোনটির গতি সবচেয়ে বেশি?
শব্দ, আলো, বুলেট, জেট বিমান
উ: আলো।
৫৩. নিচের কোনটি এন্টিভাইরাস?
ফেসবুক, টুইটার, গুগুল, ক্যাসপারস্কি
উ: ক্যাসপারস্কি
৫৪. কোনো ইমেইল ঠিকানায় নিচের কোনটি অবশ্যই থাকবে?
@, $ , &, #
উ: @
৫৫. কোনো ওয়েব পেইজ ব্রাউজ করার জন্য নিচের কোন সফটওয়্যারটি প্রয়োজন?
এম এস ওয়ার্ড
পাওয়ার পয়েন্ট
অপেরা
নোটপ্যাড
উ: অপেরা
৫৬. ‘বাকল্যান্ড বাঁধ‘ কোন নদীর তীরে অবস্থিত?
উ: বুড়িগঙ্গা
৫৭. BARD কোন জেলায়?
উ: কুমিল্লা
৫৮. মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনী কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
উ: ১০ নং
৫৯. নিচের কোন দেশটির দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা?
সিয়েরা লিয়ন, ঘানা, কঙ্গো, মোজাম্বিক
উ: সিয়েরা লিয়ন
৬০. বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ পায়?
উ: ১৯৭৪
৬১. ইউরিয়া সার হতে উদ্ভিদ কোন উপাদানটি পায়?
উ: নাইট্রোজেন
৬২. নিচের কোনটি ইনফুট ও আউটফুট উভয় হিসেবে ব্যবহারিত হয়?
টাসস্ক্রীন, স্পিকার, প্রিন্টার, স্ক্যানার
উ: টাসস্ক্রীন
৬৩. নিচের কোনটি ডেটা সংরক্ষন ও স্থানান্তরে ব্যবহৃত হয় না?
পেন ড্রাইব, ফ্লপি ডিস্ক, ভিজিএ, মেমোরি কার্ড
উ: ভিজিএ
৬৪. বাংলাদেশের কোথায় পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাংলাদেশ-রাশিয়া চুক্তি হয়?
উ: পাবনার রূপপুরে।
৬৫. কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়?
উ: ইনসুলিন।
৬৬. কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য?
ব্রাজিল, রাশিয়া, জার্মানি, ভারত
উ: রাশিয়া।
৬৭. কোন দেশটি এশিয়া মহাদেশের?
রাশিয়া, জাপান, ইথিওপিয়া, বেলজিয়াম
উ: জাপান
৬৮. বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য কতজন নারীকে বীরপ্রতীক উপাধী দেয়া হয়?
উ: ২ জন (সেতারা বেগম ও তারামন বিবি)
৬৯. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় দিবস কবে?
উ: ২৬ মার্চ
৭০. বিখ্যাত ষাটগম্বুজ মসজিদ কোন জেলাতে ?
উ: বাগেরহাট।
৭১. কোন নদীর অপর নাম কীর্তিনাশা?
উ: পদ্মা।
৭২. কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?
উ: ২রা মার্চ, ১৯৭১।
৭৩. পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈতক কোথায়?
উ: কক্সবাজারে।
৭৪. বাংলাদেশের কোন শহরকে বানিজ্যিক রাজধানী বলা হয়?
উ: চট্টগ্রামকে।
৭৫. বাংলাদেশের শীতলতম জায়গা কোনটি?
উ: সিলেটের লালখানে।
৭৬. কোন বাংলাদেশী প্রথম এভারেস্ট জয় করেন?
উ: মুসা ইব্রাহীম।(২৩ মে, ২০১০)
৭৭. বাংলাদেশে মোট কতটি বিভাগ?
উ: ৮ টি।
৭৮: সম্প্রতি বাংলাদেশের কততম সংবিধান সংশোধনী হয়?
উ: ১৭ তম।
৭৯. নিচের কোনটি বাংলাদেশের জাতীয় বৃক্ষ?
উ: আম বৃক্ষ।
৮০. বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি?
উ: যশোরের বেনাপোল।
খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শক-২০১১
১. বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কী?
উ: প্রাকৃত।
২. কোন আমলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয়?
উ: সেন আমলে।
৩. মীর মশাররফ হোসেনের ‘বিষাদ সিন্ধু’ একটি-
উ: উপন্যাস।
৪. চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন?
উ: ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
৫. ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ – বিখ্যাত এই পক্তিটি কার?
উ: ভারতচন্দ্রের।
৬.বাংলা সাহিত্যে প্রথম মহিলা কবি কে?
উ: চন্দ্রাবতী।
৭. ‘শূণ্য পুরান’ গ্রন্থটির রচয়িতা কে?
উ: রামাই পন্ডিতের।
৮. বাক্য সংকোচন: ‘মৃত্তিকা দিয়ে তৈরি’-
উ: মৃন্ময়
৯. মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমান কবিদের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান-
উ: রোমন্টিক প্রণয়োপাখ্যান।
১০. নিচের কোনটি শরৎচন্দ্রের আত্নজীবনীমূলক উপন্যাস?
ক. শুভদা খ. দত্তা গ. শ্রীকান্ত ঘ. পথের দাবি
১১. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ – কার উপন্যাস?
উ: সৈয়দ শামসুল হকের।
১২. ‘কালের কলস’ – কাব্যগ্রন্থটির রচয়িতা?
উ: আল মাহামুদের।
১৩.নিচের কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়-
ক. ধ্বনিতত্ত্ব খ. ভূতত্ত্ব গ. রূপতত্ত্ব ঘ. বাক্যতত্ত্ব
উ: ভূতত্ত্ব
১৪. ভাষার কোন রীতি কেবলমাত্র লেখ্যরূপ ব্যবহৃত হয়?
উ: সাধু রীতি।
১৫. নিচের কোনটি অল্পপ্রাণ ধ্বনি-
ক. ঘ খ. ঠ
গ. প ঘ. থ
উ: প।
১৬. সন্ধি বিচ্ছেদ করূন-
ক. পুর+কার
খ. পুর+স্কার
গ. পুরঃ+কার
ঘ. পুরসঃ+কার
উ: পুরঃ+কার
১৭. নিচের কোনটি দেশীয় শব্দ?
আনারস, চন্দ্র , কষ্ট, কুলা
উ: কুলা
১৮. ‘পাতিহাস’ – শব্দটি ‘পাতি’ উপসর্গটি কি অর্থ বোঝায়?
উ: ছোট।
১৯. ‘নন্দিনী’- এর প্রতিশব্দ?
উ: তনয়া/মেয়ে/কণ্যা।
২০. ‘ঢাকের কাঠি’ -বাগধারাটি র অর্থ কী?
উ: তোষামুদে।
২১. I would like ___ information.
a, an, some, a piece
উ: some
২২. Where is the __ post office?
nearest, most near, more near, nearer
উ: nearest
২৩. I ____ a reply to my letter in the next few days.
write, expect, wait, get
উ: expect
২৪. Raju ___ here Yesterday.
come, came, will come, has come
উ: came.
২৫. I prefer tea ___ coffee.
for, than, from, to
উ: to.
Select the word/phrase you think is closest in meaning to the words in Capital Letter.
২৬. CHARLATAN
Bilingual
Deserter
Imposter
Revamp
উ: Imposter (ভন্ড, প্রতারক)
২৭. BENEVOLENT-
Compassionate
Compromise
Honorarrium
Disgraceful
উ: Compassionate (করুনাময়, দয়ালু)
২৮. COMPENSATION-
Satisfaction
Admission
Compromise
Reward
উ: Reward
২৯. BIZARRE.
Strange
Calamity
Fatal (মারাত্নক)
Naive (সরল, অকপট)
উ: Strange
৩০. LINGUIST-
Absconder, Swindler, Polyglot, Knowledgeable
উ: Polyglot (বহুভাষী, ভাষাবিদ)
৩১.
৩২.
৩৩.
৩৪.
৩৫.
৩৬.
৩৭.
৩৮.
৩৯.
৪০.