সুকুমার রায়
সুকুমার রায় ১৮৮৭ সালের ৩০শে অক্টোবর কিশোরগঞ্জের মাসুয়া গ্রামে জন্মগ্রহণ করেন।তাঁর পিতার নাম উপেন্দ্রকিশোর রায় চৌধুরী। সুকুমার রায়ের ছেলে খ্যাতিমান চলচ্চিত্রকার সত্যজিৎ রায় ছিলেন তিনি মূলত শিশু সাহিত্যিক।১৯০২৩ সালে তিনি মৃত্যুবরণ করেন।
শিশুতোষ বই: হ-য-ব-র-ল, আবোল-তাবোল, পাগলা দাশু, বহুরুপী, খাই খাই।
পক্তি: ‘বিদ্যে বোঝাই বাবুমশাই চড়ি শখের বোটে
মাঝিরে কন,বলতে পারিস সূর্যি কেন ওঠে? (ষোল আনাই বৃথা)
‘লোকে বলে,কাঁঠাল সে পাকে নাকি কিলিয়ে?
বুদ্ধি পাকিয়ে তোলে লেখাপড়া গিলিয়ে।’(পাকাপাকি)