পার্বত্য চট্টগামের পাহাড়সমূহ হলো আরাকানের পাহাড় সমূহের অংশ বিশেষ। এই পাহাড়সমূহ টারশিয়ারি যুগের। পাহাড়সমূহ ভাঁজ বা ভঙ্গিল পর্বত শ্রেণির।
পাহাড় (Hills)
পাহাড় | অবস্থান | তথ্যাবলি |
গারো | ময়মনসিংহ | বাংলাদেশের সবচেয়ে উঁচু ও বৃহত্তম পাহাড় |
চন্দ্রনাথ | চট্টগ্রাম(সীতাকুন্ড) | হিন্দুদের তীর্থস্থান |
লালমাই | কুমিল্লা | আয়তন ৩৪ বর্গকিঃমিঃ |
চিম্বুক | বান্দরবান | একে ‘কালা পাহাড়’ বা ‘পাহাড়ের রানি’ বলা হয়। |
কুলাউড়া | মৌলভীবাজার | এই পাহাড়ে ইউরেনিয়াম পাওয়া গেছে। |
জৈয়ন্তিকা | সিলেট | খাসিয়াদের বাস। |
- নীলগিরি পাহাড় অবস্থিত বান্দরবান।
- আলুটিলা পাহাড় খাগড়াছড়িতে অবস্থিত।
- কংলাক বা কমলাক পাহাড় এর অবস্থান – সাজেক, রাঙ্গামাটি।
- ডিম পাহাড় বান্দরবানে।
- বাটালি পাহাড় চট্টগ্রামে যা বাটালি হিল বা জিলাপি পাহাড় নামে পরিচিত।
বাংলাদেশের পর্বত
পর্বতশৃঙ্গের নাম | উচ্চতার ক্রম | অবস্থান | উচ্চতা |
মোদকটং বা সাকা হাফং | প্রথম | থানচি, বান্দরবান | ১০৫২ মিটার বা ৩৪৫১ ফুট |
তাজিনডং বা বিজয়
(আয়তনে এটি ২য় হলেও প্রচলিতভাবে একে প্রথম ধরা হয়।) |
দ্বিতীয় | রুমা, বান্দরবান | ১২৩১ মিটার বা ৪০৩৯ ফুট [সূত্রঃ মাধ্যমিক ভূগোল] |
১৪১২ মিটার বা ৪৬৩২ ফুট[সূত্রঃ পর্যটন কর্পোরেশন। | |||
কেওক্রাডং | তৃতীয় | রুমা, বান্দরবান | ১২৩০ মিটার বা ৪০৩৫ ফুট |
উপত্যকা (Valley)
দুইদিকে পাহাড় বা পর্বতের মধ্যবর্তী বিস্তীর্ণ অঞ্চলকে উপত্যকা বলে।
উপত্যকা বা ভ্যালি | অবস্থান |
হালদা | খাগড়াছড়ি |
সাঙ্গু | চট্টগ্রাম |
ভেঙ্গি | কাপ্তাই, রাঙ্গামাটি |
মাইনীমুখী | রাঙ্গামাটি |
নাপিতখালি | কক্সবাজার |
বলিশিরা | মৌলভীবাজার |