প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৯ (১)
১. ‘সঞ্চিতা’ কোন কবির কাব্য সংকলন?
উ: কাজী নজরুল ইসলাম।
২. বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে?
উ: মাইকেল মধুসূদন দত্ত।
৩. ‘Bitter’ শব্দটির Verb হচ্ছে-
উ: Embitter
৪.‘Please’শব্দটির Noun হচ্ছে
উ: Pleasure
৫. ‘Numbering’ শব্দটির Verb হচ্ছে-
উ: Enumerate
৬. ‘Sea’ শব্দটির Adjective হচ্ছে-
উ: Marine
৭. ‘গৃহদাহ’ উপন্যাসটির রচয়িতা হচ্ছে –
উ: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৮. ক্রীতদাসের হাসি উপন্যাসটির রচয়িতা কে?
উ: শওকত ওসমান।
৯. কোনটির বানান শুদ্ধ –
Occasion
Ocassion
Occasion
Occasion
Ans: Occasion
১০. কোনটি বানান শুদ্ধ –
Grevance
Grievance
Griveance
Griveveance
Ans: Grievance
১১. ‘মানচিত্র’ নাটকটির রচয়িতা কে?
উ: আনিস চৌধুরী।
১২. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’- নাটকটির রচয়িতাকে?
উ: সৈয়দ শামসুল হক।
১৩. কোনটি শুদ্ধ বানান?
সর্বাঙ্গীণ
সর্ব্বাঙ্গীন
সর্বাঙ্গীন
সর্বঙ্গিণি
উ: সর্বাঙ্গীণ ও সর্বাঙ্গীন দুটোই।
১৪. যে বায়ু সর্বদাই উচ্চ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়-
উ: নিয়ত বায়ু।
১৫. উপকূলে কোনো একটি স্থানে পরপর দুটি জোয়ারের সময়ের ব্যবধান হলো –
উ: প্রায় ১২ ঘন্টা।
১৬. কোনটি শুদ্ধ বানান?
উর্মি, উর্মী, ঊর্মি, ঊমি
উ: ঊর্মি
১৭. সামাজিক কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান হলো-
উ: মূল্যবোধ।
১৮. সূর্য ও অন্যান্য গ্রহের উচ্চতা পরিমাপক যন্ত্র –
উ: সেক্সট্যান্ট
১৯. ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
উ: ৬ ডিসেম্বর, ১৯৭১।
২০. কোনটি শুদ্ধ বানান?
Sattellite
Sattelite
Satellite
Satelite
উ: Satellite
২১. কোনটি শুদ্ধ বানান?
Heterogenous
Heterogeneous
Heteroganeous
Hetrogeneous
উ: Heterogeneous
২২. বাংলাদেশের অস্থায়ী সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন
উ: খন্দকার মুশতাক আহমেদ
২৩. ‘Who gave you this pen?’ বাক্যের Passive Voice হচ্ছে
উ: By whom were you given pen?
২৪. ‘Everything hings _ what happens next’ বাক্যের শূণ্যস্থানে বসবে-
উ: Upon
২৫. ‘Hurry up! We have to go _ five minutes’ বাক্যের শূণ্যস্থানে বসবে-
উ: by
২৬. ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত সংবিধান সংশোধন করা হয়েছে?
উ: ১৭ বার।
২৭. কোনটি শুদ্ধ বানান?
ঈন্দ্রীয়, ঈন্দ্রিয়, ইন্দ্রিয়, ইন্দ্রীয়
উ: ইন্দ্রিয়
২৮. কে সংসদের অধিবেশন আহ্বান করেন?
উ: রাষ্ট্রপতি।
২৯. ‘এই বনে বাঘের ভয় নেই’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উ: অপাদানে ষষ্ঠী।
৩০. ‘আমি বই পড়ি’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উ: কর্মে প্রথমা।
৩১. ‘সপ্তর্ষি’ শব্দটি কোন সমাস?
উ: দ্বিগু সমাস।
৩২. ‘কিরণ – এর সমার্থক শব্দ নয়-
রবি, রশ্মি, প্রভা, কর
উ: রবি
৩৩. ‘উগ্র’ এর বিপরীতার্থক শব্দ –
মেজাজ, সৌম্য, আলো, বিজ্ঞ
উ: সৌম্য
৩৪. ‘উন্নয়ন’ – এর সন্ধি বিচ্ছেদ –
উ: উৎ+নয়ন
৩৫. ‘The mother said to her, “May you pass the examination” বাক্যের হচ্ছে indirect speech হচ্ছে –
উ: The mother wished her son that he might pass the examination.
৩৬.শুদ্ধ বাক্য কোনটি?
He appeared at the examination
The more he gets, more he wants.
We write with ink
He got the work being
উ: He appeared at the examination
৩৭. ‘Abolish’ শব্দটির Synonym হচ্ছে-
Perform, Cancel, Create, Generate
উ: Cancel
৩৮. ‘Black Sheep’ শব্দটির অর্থ হচ্ছে-
উ: Wicked man
৩৯. ‘Calm’ এর Synonym অর্থ হচ্ছে –
উ: Quiet.
৪০.You said to me, “You do not do your duty” বাক্যের indirect speech হচ্ছে-
উ: You told me that I did not do my duty.
৪১. “যদি সত্য বল, তাহলে মুক্তি পাবে”- এটি কোন ধরনের বাক্য?
উ: মিশ্র বাক্য
৪১. স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা বাংলার রাজধানী হয়?
উ: ৪ বার।
৪৩. কোনটি শুদ্ধ বাক্য?
He succeeded to win the prize
He cannot pronounce the word
See the word in the dictionary
We got up the dawn.
উ: He cannot pronounce the word
৪৪. ‘Dead letter’ – এর অর্থ হচ্ছে-
উ: Law not in force
৪৫. ‘অনুচিত’ শব্দটি কোন সমাস?
উ: তৎপুরুষ সমাস।
৪৬. ‘বাতাস’ –এর সমার্থক শব্দ নয় কোনটি-
অনিল, প্রসূন, পবন, বায়ু
উ: প্রসূন
৪৭. ‘তিমির’ এর বিপরীতার্থক শব্দ কোনটি-
কালো, অন্ধকার, রাত্রি, আলো
উ: আলো।
৪৮. ‘সংগীত’ – সন্ধি বিচ্ছেদ-
উ: সম্+গীত।
৪৯. চন্দ্র ও সূর্য পৃথিবীর একপাশে অবস্থান করে-
উ: অমাবস্যা তিথিতে
৫০. এশিয়ার কোন অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টিপাত হয়-
উ: মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়
৫১. প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয়?
উ: কাঠমান্ডুতে।
৫২. মাড়ি দিয়ে পঁজ ও রক্ত বের হয় কোন ভিটামিনের অভাবে?
উ: ভিটামিন –সি
৫৩. আলট্রাসোনিক তরঙ্গ কি?
উ: শ্রাব্য শব্দের কম্পাঙ্ক থেকে বেশি কম্পাঙ্কের তরঙ্গ
৫৪. আয়নার পশ্চাতে কোন ধাতু ব্যবহার করা হয়?
উ: সিলভার ও মার্কারি
৫৫. ঠোঁটের কোণ ও মুখের চারদিকে ফেটে যায়-
উ: ভিটামিন বি২ – এর অভাবে
৫৬. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
উ: ১৩৬তম
৫৭. আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষনাপত্র জারি হয়?
উ: ১০ এপ্রিল,১৯৭১
৫৮. বাংলার দুর্ভিক্ষের ওপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী?
উ: জয়নুল আবেদিন।
৫৯. ১৯৯৭ সালে গঠিত শিক্ষানীতি প্রণয়ন কমিটির সভাপতি কে?
উ: শামসুল হক।