প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2014 (1)
১) ছিয়াত্তরের মন্বন্তর কোন সনে হয়েছিল?
উ: ১১৭৬
২) কাফকো কোন দেশের আর্থিক সহায়তায় গড়ে উঠে?
উ: জাপান
৩) উপমহাদেশের প্রথম মুসলিম চিকিৎসা বিজ্ঞানী কে ছিলেন?
উ: ডা. জোহরা বেগম কাজী
৪) বাংলাদেশের বৃহত্তম গাছ কোনটি?
উ: বৈলাম
৫) ANZUS কোন ধরনের সংগঠন?
উ: সামরিক
৬) বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়?
উ: ৭ মার্চ।
৭) যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্বাধীনতা চুক্তির নাম?
উ: প্রথম ভার্সাই চুক্তি।
৮) জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি?
উ: ৭ টি।
৯) ‘Dead Sea’ ’ কোথায় অবস্থিত?
উ: ইসরাইল ও জর্ডানের মধ্যে।
১০) ‘মিউকর’ কী?
উ: একটি ছত্রাক
১১) পৃথিবীতে কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
উ: মেরু অঞ্চলে।
১২) সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণ হয় কোন আলোতে?
উ: লাল আলোতে।
১৩) সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লি তৈরি করেছে কোন দেশ?
উ: যুক্তরাষ্ট্র।
১৪) IC চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার?
উ: Altair-8800
১৫) কোনটি সিমেন্ট তৈরির অন্যতম উপাদান?
উ: জিপসাম।
১৫) কোনটি সিমেন্ট তৈরির অন্যতম উপাদান?
উ: জিপসাম।
১৬) উপকূলে কোনো একটি স্থানের পর পর দুটি জোয়ারের ব্যবধান হল?
উ: ১২ ঘন্টা।
১৭) নাইট্রোজেনের প্রধান উৎস?
উ: বায়ুমন্ডল।
১৮) Natural protein – এর কোড নাম-
উ: P-49
১৯) আল্ট্রাসনিক শব্দ বলতে বুঝায়-
উ: যে শব্দ কোন কোন জীবজন্তু শুনতে পায়।
২০) ফরাসি বিল্পব কোন সালে হয়?
উ: ১৭৯৩
২১) ‘বাগাড়ম্বর’ শব্দের সন্ধিবিচ্ছেদ-
উ: বাক্ + আড়ম্বর
২২) বাংলা ভাষায় রচিত প্রথম নাটক?
উ: ভদ্রার্জুন।
২৩) ঐতিহাসিক নাটক-
উ: নুরজাহান
২৪) ‘সব ঝিনুকে মুক্ত মিলেনা’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উ: অপাদানে সপ্তমী
২৫)‘কান্নায় শোক কমে’ বাক্যে ‘কান্নায়’ কোন কারক?
উ: অধিকরণ কারক।
২৬) ‘ক্রীতাদাসের হাসি’ উপন্যাসের লেখক?
উ: শওকত ওসমান।
২৭) ‘অপরাজিত’ উপন্যাসের লেখক?
উ: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
২৮) ‘কবর’ কবিতাটিতে কত পক্তি রয়েছে?
উ: ১১৮
২৯) জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য?
উ: নকশী কাঁথার মাঠ।
৩০) কোন শব্দটি তৎপুরুষ সমাস?
উ: মধুমাখা।
৩১) সমাসের রীতি কোন ভাষা হতে আগত?
উ: সংস্কৃতি।
৩২) ‘কাকনিদ্রা’ শব্দটির অর্থ?
উ: অগভীর সর্তক নিদ্রা।
৩৩) বাগধারা যুগলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থকবাচক?
উ: বকধার্মিক, বিড়ালতপস্বী।
৩৪) ‘ঝাঁকের কই’ বাগধারাটির অর্থ-
উ: একই দলের লোক।
৩৫) কোনটি শুদ্ধ? সৌজন্নতা, সৌজন্যতা, সৌজন্য
উ: সৌজন্য।
৩৬) শুদ্ধ বানান গুচ্ছ?
উ: স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক
৩৭) অশুদ্ধ শব্দ?
উ: বীণাপানি।
৩৮) সঠিক উত্তর কোনটি?
উ: হত্যা করার ইচ্ছা=জিঘাংসা
হয়ত হবে= সম্ভাব্য
৩৯) ‘ঋজু’ শব্দের বিপরীত শব্দ?
উ: বঙ্কিম
40) Maiden speech` Means-
উ: first speech
41) ‘To keep ons‘s head’ means-
উ: to keep calm
42) Choose the correctly spelt word-
accelerate, accilerate, accelerrate, accilarate
উ: accelerate
43) Which of the following words is wrong in spelling?
Pneumonia, Dyspepsia, Diarrhoea, Chalera
উ: Chalera
44) Identify the correct sentence-
She had faith and hopes for the future
She had faith in and hopes for the future
She had faith in and hopes in the future
She had faith in and hope in the future
উ: She had faith in and hopes for the future.
45) Choose the correct sentence-
উ:The police were informed of the matter
46) নিচের কোন বাক্যটি শুদ্ধ-
I felt his pluse
I found his pluse
I examined his pluse
I saw his pluse
উ: I felt his pluse
47) “He asked me when the next letter would come?” বাক্যের Direct speech হচ্ছে-
উ: She said to me, “When will the next letter come”
48) Put the following sentence into indirect narration: “ You had better not leave your room unlocked” said my friends.
উ: My friend advised me to lock my room.
49) “I will have a cup of tea” my father said “ because I’am not hungry”. Which one is the correct indirect speech?
উ: My Father said that he would have a cup of tea because he was not hungry.
50) “ Who can do it” বাক্যটির Passive voice হবে-
উ: By whom can it be done
52) “He pleases us” বাক্যটির Passive voice হবে-
উ: We are pleased by him
53) What is the adjective of the word “tax”?
উ: Taxable
54) Correct preposition “ I count __ help”
উ: Upon
55) What is the antonym of `queer`?
উ: Orderly
56) The synonym of the word ‘pitfall’ is-
উ: shortcoming
57) Correct preposition “What is the time __ your watch?”
উ: By
58) A synonym for ‘mischievous’ is-
উ: Vicious
59) The antonym of the word ‘indifference’ is-
উ: concern
60)Noun of the word ‘brief’?
উ: Brevity