১. ‘Seismograph’ কি?
উ: ভূমিকম্প মাপার যন্ত্র।
২. ‘যা সহজে অতিক্রম করা যায় না’ – এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?
উ: অনতিক্রম্য।
৩. ভৌগলিকভাবে যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গেছে?
উ: কর্কটক্রান্তি রেখা।
৪. কোনটি আদি স্বরাগম?
ক. রত্ন>রতন খ. স্ত্রী>ইস্ত্রী গ. গ্রাম>গেরাম ঘ. স্নেহ>সিনেহ
উ: স্ত্রী>ইস্ত্রী
৫. ‘Contaminate’ means-
উ: Pollute
৬. বাক্য সংকোচন : হাতির বাসস্থান-
উ: গজগৃহ।
৭. কোন দুইটি রচনা একই শ্রেনীর ?
ক. গীতাঞ্জলি ও অগ্নিবীণা
খ. ডাকঘর ও শ্যীকান্ত
গ. নীলদর্পণ ও বিষাদ-সিন্ধু
ঘ. লালসালু ও বলাকা
উ: গীতাঞ্জলি ও অগ্নিবীণা
৮. অনাদর এর সঠিক ব্যাসবাক্য-
উ: ন আদর (নঞ তৎপুরুষ)
৯. He is __ European.
উ: a.
১০. I know that he did the work- এর সঠিক পরিবর্তিত voice –
উ: It is known to me that the work was done by him.
১১. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি?
উ: ১০ টি।
১২. The __ of the camel was found lying by the side of the canal.
Carcass, Corps, Corpees, Corpse
উ: Carcass
১৩. ‘He taught me to read Arabic’- বাক্যটির passive voice হবে-
উ: I was taught by him by him to read Arabic.
১৪. কোন দুইটি মহাপ্রান ধ্বনি-
ক) খ,ঝ
খ) ক,খ
গ)ত,দ
ঘ) চ,জ
উ: খ, ঝ
১৫. কোন শব্দটি পুত্র শব্দটির সমার্থক নয়?
আত্নজ, নন্দন, তনয়, শৈলজ
উ: শৈলজ।
১৬. বিক্রকস এর মূল মন্ত্র-
উ: সদস্যদেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি।
১৭. Choose the right verb: Rabindranath’s stories often __ surprise ending.
has, had, have, have had
উ: have.
১৮. Which one is a common noun.
infant, Salt, studentship, Army
উ: infant
১৯. কোন রাষ্ট্রগুলো দ্বীপের সমষ্টি?
পাকিস্থান, ইরান
জাপান, ফিলিপাইন
মিয়ানমার, রাশিয়া
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া
২০. বাংলাদেশের সংবিধান কতবার সংশোধন করা হয়?
উ: ১৭ বার।
২১. Select the correct ones : Our teacher the monitor to hand out scripts __ the class.
among, between, into, through
উ: among.
২২. ‘Amicable’ শব্দের অর্থ –
উ: সৌহার্দপূর্ণ।
২৩. She asked me,” Are you happy in your new job?
উ: She asked me if I was happy in my new job.
২৪. কোন দেশটি ‘BIMSTEC’ এর সদস্য নয়?
বাংলাদেশ, পাকিস্থান, ভারত, থাইল্যান্ড
উ: পাকিস্থান।
২৫. ঐশ্বর্য এর বিপরীত শব্দ?
উ: নিঃস্ব।
২৬. ৭ মার্চ ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ভাষনের মূল বক্তব্য কি ছিল?
উ: স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষনা
২৭. ‘Pragmatic’ শব্দের অর্থ
উ: বাস্তবধর্মী
২৮. Choose the correct option . The Government has extended a warm welcome __ the visiting delegation.
with, through, to, for
উ: to
২৯. রাজর্ষি এর ব্যাসবাক্য-
উ: যিনি রাজা তিনি ঋষি।
৩০. কোনটি খাটি বাংলা উপসর্গ?
উ: অজ, ফি, অতি, খাস
উ: অজ
৩১. Identify the correct sentence :
i) He was working hard to standing first.
ii) He was working hardly to stand first
iii) He is working hard to stand first
iv) He works hard to standing first
Ans: He is working hard to stand first
৩১. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
উ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৩২. ২০১৬ সালে সাহিত্যে নোবেল পান?
উ: বব ডিলন।
৩৩. মহাস্থানগড়ের পুরাতন নাম?
উ: পুন্ড্রনগর।
৩৪. ষোলকলা অর্থে বুঝায়-
উ: সম্পুর্ন।
৩৫. বাংলা বর্ণমালায় কয়টি ব আছে?
উ: বর্তমানে একটি।
৩৬. ‘লোভে পাপ পাপে মৃত্যু’ এর ইংরেজী অনুবাদ?
উ: Greed leads to sin and to death.
৩৭. বাংলা ভাষার প্রথম মুসলমান কবির নাম কি?
উ: শাহ মুহাম্মদ সগীর।
৩৮. বাক্য সংকোচন কী?
উ: একটি মাত্র শব্দে ভাব প্রকাশ করা।
৩৯. কোন বানানটি শুদ্ধ?
অসমীচীন, অসমিচিন, অসমীচিন, অসমিচীন
উ: অসমীচীন।
৪০. ’NAFTA’ – এর সদস্য দেশ কয়টি?
উ: ৩ টি।
৪১. মনমাঝি -এর ব্যাসবাক্য?
উ: মন রূপ মাঝি।
৪২. কোন বানানটি শুদ্ধ?
মুমুর্ষূ, মূমূর্ষ, মূমূর্ষূ, মুমূর্ষু
উ: মুমূর্ষু।
৪৩. Find the correct sentence.
i) Over a billion people uses Microsoft Windows Operating systems.
ii) Over a billion people use Microsoft Windows Operating systems.
iii) Over a billion peoples use Microsoft Windows Operating systems.
iv) Over a billion people using Microsoft Windows Operating systems.
৪৪. “অ্যাবাকাস” কী?
উ: এক প্রকার গণনা যন্ত্র।
৪৫. বাংলা ভাষার মধ্যযুগ-
উ: ১২০১ থেকে ১৮০০ খিস্ট্রাব্দ।
৪৬. কম্পিউটারে কোনটি নেই?
উ: বুদ্ধি।
৪৭. Choose the word correctly spelt.
i) Soverignty
ii) Sovereignty
iii) Sovereignity
iv) Soverinty
উ: Sovereignty.
48. He writes a letter. In this sentence,’writes’ is a-
উ: Transitive verb.
49. In order to access the world wide web you need-
উ: An Internet connection, an Internet service Provider & Browser.
50. She said,” Let me come in”.Which of the following is correct indirect form.
উ: She requested that might come in.
51. A rolling stone gathers no moss. Here ‘rolling’ is?
উ: Participle.
৫২. মুক্তিযুদ্ধের সময় আত্মসমর্পণের দলিল কোথায় স্বাক্ষরিত হয়?
উ: তৎকালীন রেসকোর্স ময়দানে যা বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান।
৫৩. ‘কলসটি কানায় কানায় পূর্ণ’ – কোন কারকে কোন বিভক্তি?
উ: ভাবাধিকরণে সপ্তমী
৫৪. বৈদ্যুতিক ঘন্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়?
উ: শব্দ শক্তিতে।
৫৫. শশব্যস্ত কোন সমাস?
উ: কর্মধারয় সমাস।
৫৬, মাইক্রোনেশিয়া এর অবস্থান কোথায়?
উ: পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে।
৫৭. The plural form of ‘Nucleus’ is-
উ: Nuclei/Nucleuses.