- মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীকে বর্ণনা করা হল ভূগোল। ইংরেজী ‘Geography‘ শব্দটি হতে ভূগোল শব্দ এসেছে। প্রাচীন গ্রীসের ভূগোলবিদ ইরাটসথেনিস র্সবপ্রথম ‘Geography’ শব্দটি ব্যবহার করেন।‘Geo’ ও ‘graphy‘ শব্দ দুইটি মিলে হয়েছে ‘Geography’। ‘Geo‘ শব্দটির অর্থ ‘ভূ’ বা পৃথিবী এবং ‘graphy‘ শব্দটির র্অথ বর্ণনা। সুতরাং ‘Geography’ শব্দের অর্থ পৃথিবীর বর্ণনা।