১২ তম শিক্ষক নিবন্ধন স্কুল
১. বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত?
উ: ২০৩ সে.মি.
২. পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি?
উ: মেসোপটেমীয় সভ্যতা
৩. বুড়িমারী স্থলবন্দর কোন উপজেলা অবস্থিত?
উ: পাটগ্রাম
৪. ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের কোন অঙ্গসংগঠন স্বীকৃতি প্রদান করে?
উ: ইউনেস্কো
৫. গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের গান?
উ: চাঁপাইনবাবগঞ্জ
৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশে প্রত্যাবর্তন করেন?
উ: ১০ জানুয়ারি ১৯৭২
৭. FAO-এর সদর দপ্তর কোথায়?
উ: রোম
৮. ডায়েট কোন দেশের পার্লামেন্ট?
উ: জাপান
৯. মালয়েশিয়ার ব্যবহৃত মুদ্রার নাম কি?
উ: রিংগিট
১০. স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় করে?
উ: ১০ এপ্রিল, ১৯৭১
১১. আমিষ বেশি আছে কোনটিতে?
উ: মসুর ডাল
১২. কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়?
উ: ভিটামিন সি
১৩. কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?
উ: পারদ
১৪. মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বাংলাদেশের কততম প্রেসিডেন্ট?
উ: ২০ তম
১৫. বাংলা একাডেমি কতসালে গঠিত হয়?
উ: ১৯৫৫ সালে
১৬. ১১ তম বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দল?
উ: অস্ট্রেলিয়া। ১২ তম বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।
১৭. সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর কি গ্যাস ব্যবহার করা হয়?
উ: নাইট্রোজেন
১৮. ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি?
উ: সিসমোগ্রাফ
১৯. ‘সাবাস বাংলাদেশ’ নামক ভাস্কর্যটি কোথায়?
উ: রাজশাহী বিশ্ববিদ্যালয়
২০. নেলসন ম্যান্ডেলা কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পান?
উ: ১৯৯৩
২১. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
উ: হামিদুর রহমান
২২. বিশ্ব পরিবেশ দিবস কত তারিখ?
উ: ৫ জুন
২৩. কোনো দেশের ভারসাম্য রক্ষার জন্য সেই দেশের কতভাগ বনভূমি প্রয়োজন?
উ: ২৫ ভাগ
২৪. এপিকালচার বলতে বলতে কি বোঝায়?
উ: মৌমাছি চাষ
২৫. বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি?
উ: ৪টি
২৬. সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোনরূপে বিদ্যমান?
উ: লেখ্য
২৭. ভাষার মৌলিক অংশ কয়টি?
উ: চারটি
২৮. একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহৃ ব্যবহার করতে হয়?
ক. হাইফেন খ. ড্যাস
গ. কোলন ড্যাস কোলন
উ: কোলন
২৯. কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে?
ক. তুলসী বনের বাঘ
খ. বিড়াল তপস্বী
গ. ভিজা বিড়াল
ঘ. বকধার্মিক
উ: ভিজা বিড়াল
৩০. ‘চক্ষুদান করা’ বাগধারার অর্থ কী?
উ: চুরি করা
৩১. নিচের কোন বানানটি শুদ্ধ?
ক. অত্যাধিক খ. অদ্যাপি
গ. আদ্যাক্ষর ঘ. আবিষ্কার
উ: অদ্যাপি
৩২. নিচের কোন বাক্যেটি শুদ্ধ?
ক. কেবল মাত্র তুমি যাবে
খ. এতে আশ্চার্য হলাম
গ. বিবিধ জিনিস কিনলাম
ঘ. এ সংবাদে সন্তোষ হলাম
উ: বিবিধ জিনিস কিনলাম
৩৩. অনুবাদে পারদর্শিতা মূলত কিসের উপর নির্ভরশীল?
উ: ভাষান্তরের
৩৪. He is out of Luck – এর অর্থ কি?
উ: তার কপাল পোড়া
৩৫. ‘বনস্পতি’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উ: বনঃপতি
৩৬. কোনটি স্বরসন্ধির উদাহরণ?
ক. হিমালয় খ. অহরহ
গ. সংসার ঘ. বনস্পতি
উ: হিমালয়
৩৭. ‘আকাশে চাঁদ উঠেছে’ এখানে ‘আকাশে’ কোন প্রকারের অধিকরণ?
উ: ঐকদেশিক অধিকরণ
৩৮. ‘জিজ্ঞাসিব জনে জনে’- এখানে ‘জনে জনে’ কোন কারকে কোন বিভক্তি?
উ: কর্মে ৭মী
৩৯. পূর্বপদ প্রধান সমাস কোনটি?
উ: অব্যয়ীভাব সমাস
৪০. কোনটি নিত্য সমাস?
ক. কলেছাঁটা খ. ভবনতী
গ. জয়ধ্বনি ঘ. জলমাত্র
উ: জলমাত্র
৪১. নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?
ক. বাঁদী খ. সভানেত্রী
গ. জেলেনী ঘ. পেত্নী
উ: জেলেনী
৪২. ‘শৈশব’ –এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
উ: শিশু+ষ্ণ
৪৩. নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
ক. ডাইনী খ. সম্রাজ্ঞী
গ. মানুষ ঘ. সভানেত্রী
উ: ডাইনী
৪৪. ‘মরদ’ –এর বিপরীত লিঙ্গ কোনটি?
ক. মর্দ খ. জেনানা
গ. জেনানী ঘ. মরদী
উ: জেনানা
৪৫. ‘খাতক’ এর বিপরীত শব্দ কোনটি?
উ: মহাজন
৪৬. ‘হাতি’ এর সমার্থক শব্দ?
উ: দ্বিপ, হস্তী
৪৭. নষ্ট হওয়া যার স্বভাব- এক কথায় বলা হয়?
উ: নশ্বর
৪৮. ‘সাপের খোলস’ বাক্য সংকোচন কি হবে?
উ: নির্মোক
৪৯. ‘কমা’ কোথায় বসে?
উ: সম্বোধন পদের পর
৫০. কোন প্রতয়যুক্ত পদে মূর্ধণ্য ‘ষ’ হয় না?
উ: সাৎ
৫১. Tawfiqwent to library with view to _
ক. Read a book খ. Reads a book
গ. Reading a book ঘ. Buy some book
উ: Reading a book
৫২. Hardly had we reached school _
ক. When the bell rang
খ. than the bell rang
গ. the bell rang
ঘ. After the bell ringing
উ: When the bell rang
৫৩. Though he is poor, __
ক. he is honest
খ. But he is honest
গ. And he is honest
ঘ. But he was honest
উ: he is honest
৫৪. আমি তোমাকে খাওয়াবো
উ: I shall feed you
৫৫. সে আমার আপন ভাই।
উ: He is my brother
৫৬. আমার লিখিবার কলম নাই।
উ: I have no pen to write with
৫৭. The adverd form of ‘heart’?
উ: hearten
৫৮. Verb form of the word ‘danger’
উ: endanger
৫৯. Noun form of the word ‘Long’ is –
উ: Length
৬০. The Padma is one of the bigggest rivers in Bangladesh. (Posistive)
উ: Very few rivers in Bangladesh are as big as the Padma
৬১. Every mother loves her child. (Negative)
উ: There is no mother but loves her child
৬২. Wihtout working hard you cannot shine in life. (Make is complex)
উ: Unless you work hard, you cannot shine in life.
৬৩. If you wanted, I (help) you.
উ: would help
৬৪. They arrived here after you (left).
উ: had left
৬৫. Let the sentence be (pen) through.
উ: pened
৬৬. A __ in the saves nine.
ক. stick খ. strict
গ. Stitch ঘ. stich
উ: Stitch
৬৭. The man was __ for murder.
ক. hung খ. hang
গ. hanged ঘ. hangged
উ: hanged
৬৮. He speaks as if he __ a mad
ক. were খ. Is
গ. Has been ঘ. Had been
উ: were
৬৯. The synonym of the word ‘witty’ is __
উ: clever
৭০. The synonym of the word ‘cordial’ is __
উ: amible
৭১. The antonym of the word ‘adverse’ is __
উ: favourable
৭২. The antonym of the word ‘flexible’ is __
উ: hard
৭৩. __ he is coming today.
ক. Ten to one খ. At length
গ. At large ঘ. All in all
উ: Ten to one
৭৪. You’ll fail in the exam, if you __ from school.
ক. Take to task খ. Put off
গ. Put out ঘ. Play truant
উ: Play truant
৭৫. His __ pleased us all.
ক. Slow coach খ. Silver spoon
গ. Maiden speech ঘ. Weal and woe
উ: Maiden speech