১৪ তম স্কুল নিবন্ধন
১. সাধুরীতিতে কোন পদটি দীর্ঘরূপ হয়না?
উ: ক্রিয়া
২. নিচের কোন বানানটি শুদ্ধ?
ক. বাল্মিকী খ. বাল্মিকি
গ. বাল্মীকি ঘ. বাল্মীকী
উ: বাল্মীকি
৩. ‘শকুনি মামা’-এর অর্থ কোনটি?
উ: কুচক্রী মামা
৪. ‘সংশয়’ –এর বিপরীত শব্দ কোনটি?
উ: প্রত্যয়
৫. ‘বক্তব্য’ এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
উ: বচ্+তব্য
৬. ‘উপকারীর অপকার করে যে’- নিচের কোনটি?
ক. কৃতজ্ঞ খ. বেঈমান
গ. কৃতঘ্ন ঘ. কৃতগ্ন
উ: কৃতঘ্ন
৭. ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়?
উ: রূপতত্ত্বে
৮. বাড়ি বা রাস্তার নম্বরের পর নিচের কোন চিহৃটি বসে?
উ: কমা
৯. ‘সূর্য’ এর প্রতিশব্দ কোনটি?
উ: আদিত্য
১০. ‘ভিক্ষুকটা যে পেছনে পড়েই রয়েছে, কী বিপদ!’ এ বাক্যের ‘কী’ এর অর্থ কোনটি?
উ: বিরক্তি
১১. ‘The fire is out’ –বাক্যটির অনুবাদ কী?
উ: আগুন ছড়িয়ে পড়েছে
১২. ‘বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর’ –বাক্যটির শুদ্ধরূপ কোনটি?
উ: বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
১৩. নিচের কোনটিতে সাধুভাষা সাধারণত অনুপযোগী?
উ: নাটকে
১৪. ‘অন্তরঙ্গ’-এর বিপরীত শব্দ কী?
উ: বহিরঙ্গ
১৫. কোনটি শদ্ধ বানান?
মুহুর্ত মূহুর্ত মুহূর্ত মুহূর্তু
উ: মুহূর্ত
১৬. কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?
উ: ক্রিয়া
১৭. ‘হাতে দুর্বা গজানো’ বাগধারার অর্থ কী?
উ: আলসেমির লক্ষণ
১৮. ‘শুভক্ষণে জন্ম যার’ –এক কথায় কী হবে?
উ: ক্ষণজন্মা
১৯. নিচের কোনটি ‘সৃষ্টি’ এর প্রকৃতি ও প্রত্যয়?
উ: সৃজ্ইত
২০. নিচের কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই?
বাদী দাত্রী তাদৃশী ডাইনী
উ: ডাইনী
২১. নীলাম্বর কোন সমাস?
উ: কর্মধারয় সমাস
২২. ‘তিলে তৈল হয়’ – ‘তিলে’ কোন কারকে কোন বিভক্তি?
উ: করণ কারকে ৭মী
২৩. নিচের কোনটি শুদ্ধ?
ষ্ণ=ষ+ণ
ষ্ণ=ষ+ঞ
ষ্ণ=ষ+ন
ষ্ণ=ষ+ঙ
উ: ষ্ণ=ষ+ণ
২৪. মৌলিক শব্দ কোনটি?
আকাশ শীতল ঢাকাই কান্না
উ: আকাশ
২৫.‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত?
উ: পর্তুগিজ
২৬. How did you come by your lost watch?
Here ‘come by’ means-
উ: get
২৭. The children who play near the garden water the saplings. Here ‘water’ is a __.
উ: verb
২৮. The word `ambiguous’ is the synonym of __.
উ: dubious
২৯. The antonym of the word ‘dishearten’ is –
উ: encourage
৩০. What is the synonymous worf of `augment’?
উ: Increase
৩১. I saw him going to market (Compound)
উ: I saw him and he was going to market
৩২. I helped her solve the problem. (Passive)
উ: She was helped to solve the problem by me.
৩৩. Jerry was only four years old (Negative)
উ: Jerry was not more than four years old.
৩৪. Where there is a will, there is –
ক. A path খ. Many ways
গ. A way ঘ. A well-wisher
উ: A way
৩৫. To carry coal to __
উ: Newcastle
৩৬. Orthita as well as Obhinibesh (to be) __ attending the party.
ক. Are খ. is
গ. Have been ঘ. been
উ: is
৩৭. Alice went to market with a view to (to purchase) __ a dress.
ক. Purchase খ. Purchased
গ. Purchases ঘ. purchasing
উ: purchasing
৩৮. Rome was not built in a day. (Active)
উ: The Romans did not built Rome in a day.
৩৯. Money is sweeter than honey. (Negative)
উ: Money is not as sweet as honey.
৪০. Upoma came here late. Here `late’ is
উ: adverb
৪১. He gave me a dress which was expensive. (Simple)
উ: He gave me an expensive dress.
৪২. A wearer knows where –
উ: the shoe pinches
৪৩. তুমি কি জানো সে কোথায় থাকে?
উ: Do you know where he lives.
৪৪. সে সাতঁরাতে জানে না
উ: He does not know how to swim
৪৫.তোমার বাবা কি করেন?
উ: What is you father?
৪৬. How karim has solved the problem __?
উ: astounds us all
৪৭. What is the noun form of unclude?
উ: Inclusion
৪৮. The synonym of ‘abandon’ is _
উ: leave
৪৯. A __ in time saves nine.
উ: stitch
৫০. A man is known by the __ he keeps.
উ: company
৫১. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?
উ: উ থান্ট
৫২. চিকনগুনিয়ার বাহক কোনটি?
উ: এডিস
৫৩. বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে?
উ: এএনএ সাহা
৫৪. দেশের প্রথম ইলেকট্রনিক বই কোনটি?
উ: বাংলাদেশ ই বুক
৫৫. WIPO –এর সদর দপ্তর কোথায়?
উ: জেনেভা
৫৬. ‘মংডু’ কো দুইটি দেশের সীমান্তে?
উ: বাংলাদেশ-মিয়ানমার
৫৭. ২০১৮ সালে কোথায় এশিয়ান গেইম অনুষ্ঠিত হয়?
উ: জার্কাতা, ইন্দোনেশিয়া
৫৮.বাংলাদেশে স্কয়ার কোন দেশে অবস্থিত?
উ: লাইবেরিয়া
৫৯. দেশে প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু হয় কোথায়?
উ: চট্টগ্রাম
৬০. বর্ণালী ও শুভ্র কী?
উ: উন্নত জাতের ভুট্টা
৬১. ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কি?
উ: আইসোটোপ
৬২. ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টে?
উ: ইমানুয়েল ম্যাখোঁ
৬৩. জাঙ্ক ফুডে কো দ্যব্য বেশি থাকে?
উ: চর্বি
৬৪. বিশ্ব অর্থনৈতিক সমীক্ষা-২০১৫ অনুযায়ী বাংলা দেশের মাথাপিছু আয়-
উ: ১৩১৪ ডলার
৬৫. ক্রিকেট খেলার মাঠের পিচের দৈর্ঘ্য কত?
উ: ২২ গজ
৬৬. বাংলার ‘ছিয়াত্তরের মন্বন্তর’ এর সময়কালÑ
উ: ১৭৭০ খ্রিস্টাব্দ
৬৭. স্ক্যানার কি ধরনের ডিভাইস?
উ: ইনফুট
৬৮. ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী?
উ: ৫৪ টি
৬৯. সমতল জনপদ কোথায় অবস্থিত?
উ: কুমিল্লা অঞ্চলে
৭০. বিখ্যাত চিত্রকর্ম ‘তিন কন্যা’- এর চিত্রকর-
উ: কামরুল হাসান
৭১. যশোর জেলায় অবস্থিত বিল?
উ: ভবদহ
৭২. কোন উপজাতির ধর্ম ইসলাম?
উ: পাঙন
৭৩. সংসদ অধিবেশন কে আহ্বান করেন?
উ: রাষ্ট্রপতি
৭৪. পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
উ: প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর
৭৫. লাফং গ্যাসের সংকেত কী?
উ: N2O