আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ
বাংলাদেশ সর্বপ্রথম আন্তর্জাতিক সংস্থার মধ্যে কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করে।
সংস্থা/সংগঠন |
সদস্যপদ লাভের সময় |
জাতিসংঘ (UN) এর স্থায়ী পর্যবেক্ষক |
১৯৭২ |
জাতিসংঘ (UN) এর পূর্ণ সদস্যপদ |
২৭ সেপ্টেম্বর, ১৯৭৪ |
আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF) |
১৯৭২ |
পুর্নগঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক (IBRD) |
১৯৭২ |
আন্তর্জাতিক উন্নয়ন সমিতি (IDA) |
১৯৭২ |
আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থা (IFC) |
১৯৭৬ |
পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র (ICSID) |
১৯৮০ |
বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা (MIGA) |
১৯৮৮ |
জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (UNIDO) |
১৯৭২ |
জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (UNESCO) |
১৯৭২ |
জাতিসংঘের উন্নয়ন ও বানিজ্য কর্মসূচী(UNCTAD) | ১৯৭২ |
বিশ্ব বানিজ্য সংস্থা (WTO) |
১ জানুয়ারি, ১৯৯৫ |
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) |
১৯৭২ |
আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) |
১৯৭২ |
খাদ্য ও কৃষি সংস্থা (FAO) |
১৯৭৩ |
আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (IAEA) |
১৯৭২ |
এসকাপ (ESCAP) |
১৯৭৩ |
অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (ECO) |
১৯৯২ |
কমনওয়েলথ (Commonwealth) |
১৯৭২ |
জোট নিরপেক্ষ আন্দোলন (NAM) |
১৯৭৩ |
ইসলামী সহযোগিতা সংস্থা (OIC) |
১৯৭৪ |
ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB) |
১৯৭৪ |
এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) |
১৯৭৩ |
আন্তর্জাতিক পুলিশ সংস্থা (Interpol) |
১৯৭৬ |
রেডক্রস ও রেড ক্রিসেন্ট |
১৯৭৩ |
আসিয়ান রিজিওনাল ফোরাম (ARF) |
২০০৬ |
বিশ্ব ডাক ইউনিয়ন (UPU) |
১৯৭৩ |
আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) |
২০১০ |
ITU |
১৯৭৩ |
খেলাধুলা সংক্রান্ত সদস্যপদ প্রাপ্তির সাল
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) এর সহযোগী সদস্য |
১৯৭৭ |
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) এর পূর্ণ সদস্য |
২০০০ |
ফিফা (FIFA) |
১৯৭৪ |
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (OIC) |
১৯৮০ |
বাংলাদেশ বিভিন্ন সংস্থার যততম সদস্য :
সংস্থা/সংগঠন |
যততম সদস্য |
জাতিসংঘ (UN) |
১৩৬ তম |
কমনওয়েলথ (Commonwealth) |
৩২ তম |
ইসলামী সহযোগিতা সংস্থা (OIC) |
৩২ তম |
আসিয়ান রিজিওনাল ফোরাম (ARF) |
২৬ তম |
আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) |
১১১ তম |
- বাংলাদেশ সর্বপ্রথম NAM Summit এ যোগদান করেছিল ১৯৭৩ সালে।
- বাংলাদেশ ASEAN সংগঠনের সদস্যপদ চাইছে।
জাতিসংঘ ও বাংলাদেশ
বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে | ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে ২৯ তম অধিবেশনে |
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতিসংঘ সাধারন অধিবেশনে প্রথম বাংলায় ভাষন দেন | ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে ২৯ তম অধিবেশনে |
জাতিসংঘ সাধারন অধিবেশনে প্রথম বাংলাদেশী সভাপতি | হুমায়ন রশঅদ চৌধুরী. ৪১ তম অধিবেশনে ১৯৮৬ সালে |
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রথম বাংলাদেশী সভাপতি | আনোয়ারুল করিম চৌধুরী ২০০১ সালে |
বাংলাদেশ ২ বার নিরাপত্তা পরিষদ (স্বস্থি পরিষদ) এর অস্থায়ী সদস্যপদ লাভ করে। | ক) ১৯৭৯-৮০ সালে |
খ) ২০০০-২০০১ সালে | |
৪ জন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফরকরেন | ১) কুর্ট ওয়াল্ড হেইম (১৯৭৩) |
২) পেরেজ দ্য কুয়েলার (১৯৮৯) | |
৩) কফি আনান (২০০১) | |
৪) বান কি মুন | |
বাংলাদেশ জাতিসংঘের শান্তিমিশনে প্রথম অংশগ্রহন করে | ১৯৮৮ সালে জাতিসংঘের ইরাক-ইরান সামরিক পর্যবেক্ষক গ্রুপ ((UNIMOG) |
বাংলাদেশ পুলিশ বাহিনী সর্বপ্রথম শান্তিমিশনে অংশগ্রহন করে | ১৯৮৯ সালে নামিবিয়ার শান্তিমিশনে UNTAG-এ |
বাংলাদেশের প্রথম নারী হিসাবে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নেতৃত্ব দেন | এস.পি মিলি বিশ্বাস |
জাতিসংঘের প্রাক্তন আন্ডার সেক্রেটারি জেনারেল | বাংলাদেশের আমিরা হক |
বাংলাদেশ সেনাবাহিনীর ১৫জন সদস্য বিমান দুর্ঘটনায় শহীদ হন | বেনিনে, ২৫ ডিসেম্বর, ২০০৩ সালে |
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিহত বাংলাদেশী শান্তিরক্ষীদের স্মরণে নির্মিত স্তম্ভ। | শান্তিস্তম্ভ, শেরে বাংলা নগরে জাতীয় প্যারেড স্কয়ারে। |
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশ
- ১৯৮৯ সালে বাংলাদেশ পুলিশ বাহিনী সর্বপ্রথম নামিবিয়ার শান্তিমিশন UNTAG-এ ৬০ জন পুলিশ প্রেরণ করে।
- বাংলাদেশ পুলিশ এখন পর্যন্ত ১৭ মিশনে ৪০৫৭ জন সৈন্য পাঠিয়েছে।
- বাংলাদেশ পুলিশ তাদের প্রথম শান্তি মিশনে ৫ জন মহিলা পুলিশ প্রেরণ করে।
- জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সৈন্য প্রেরণ এবং অবদানে বাংলাদেশ পুলিশ এবং নারী পুলিশ বাহিনী শীর্ষে রয়েছে।
বাংলাদেশের কূটনৈতিক মিশন
বিদেশে বাংলাদেশের দূতাবাসের সংখ্যা | ৫৭ টি দেশে (মিশন ৭৩) |
বাংলাদেশে বিদেশি দূতাবাস আছে | ৫৬ টি দেশের। |
সার্কভুক্ত যে সব দেশের বাংলাদেশে দূতাবাস রয়েছে | সার্কভুক্ত সব দেশের বাংলাদেশে দূতাবাস রয়েছে |
বাংলাদেশের দূতাবাস নেই | মিয়ানমারে |
সার্কভুক্ত যে সব দেশে বাংলাদেশের দূতাবাস রয়েছে | ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্থান |
বাংলাদেশের ২টি স্থায়ী মিশন আছে | নিউইয়র্ক ও জেনেভায় |
বাংলাদেশের কোন কূটনৈতিক ও বানিজ্যিক সম্পর্ক নেই | ইসরাইলের |
বাংলাদেশের সাথে বানিজ্যিক সম্পর্ক রয়েছে ক্তিু কূটনৈতিক সম্পর্ক নেই | তাইওয়ানের |
টুয়েসডে গ্রুপ | বাংলাদেশে নিযুক্ত ১৪ দাতা দেশের রাষ্ট্রদূত/হাই কমিশনারের সংগঠন। প্রতি মঙ্গলবার এ গ্রুপটি বৈঠক করে বলে এটি ‘ টুয়েসডে গ্রু ‘ নামে পরিচিত। |