সুফিয়া কামাল
সুফিয়া কামাল ১৯১১ সালের ২০শে জুন বরিশালের শায়েস্তাবাদে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি।তাঁর পিতার নাম সৈয়দ আব্দুল বারী আর মাতা সৈয়দা সাবেরা খাতুন। তিন ‘বেগম’ পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত কবি, লেখিকা, সমাজসেবক, নারীবাদী ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত। তাঁকে ‘জননী সাহসিকা’ বলা হয়।তিনি ছিলেন রবীন্দ্র ধারার একজন গীতিকবি।১৯৭৬ সালে তিনি একুশে পদক পান।১৯৯৯ সালের ২০শে নবেম্বর তিনি মারা যান।
গল্পগ্রন্থ: ১৯৩৭ সালে প্রকাশিত ‘কেয়ার কাঁটা’ তাঁর প্রথম গ্রন্থ এটি।তাঁর প্রথম গল্প সৈনিক বধূ। এটি ১৯২৩ সালে ‘তরুণ’ পত্রিকায় প্রকাশিত হয়।
কাব্যগ্রন্থ: ‘সাঝেঁর মায়া’ তাঁর প্রথম কাব্যগ্রন্থ।এর উল্লেখযোগ্য কবিতা ‘তাহারে পড়ে মনে’ ও ‘রূপসী বাংলা’।
উদাত্ত পৃথিবী: এই গ্রন্থের উল্লেখযোগ্য কবিতা ‘জাগো তবে অরণ্য কন্যারা’।
তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ- অভিযাত্রিক, নওল কিশোরের দরবারে, মন ও জীবন, মায়া কাজল, মোর যাদুদের সমাধি পরে।
শিশুতোষ: ইতল বিতল, নওল কিশোরের দরবারে।
আত্মজীবনী: একালে আমাদের কাল।
ভ্রমণ কাহিনী: সোভিয়েতের দিনগুলি।
ডায়েরি: একাত্তরের ডায়েরি।
পক্তি: ১. জন্মেছি মাগো তোমার কোলেতে
মরি যেন এই দেশে।
২. ঘুম থেকে জেগে বৈশাখী ঝড়ে কুড়ায়েছি ঝরা আম।