শিক্ষক নিবন্ধন (কলেজ) ১৫ তম
১৫ তম বেসরকারি শিক্ষক নিবন্ধন কলেজ ১. G-7 এর একমাত্র এশীয় দেশ উ: জাপান ২. বিশ্বে জ্বালানি তেল উৎপাদনে শীর্ষদেশ উ: যুক্তরাষ্ট্র (তেল উৎপাদন, আমদানি এবং তেল মজুদে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র আর রপ্তানিতে শীর্ষদেশ সৌদি আরব) ৩. UNHCR এর সদর দপ্তর কোথায়? উ: সুইজারল্যান্ডেরে জেনেভাতে। ৪. ফিফা বিশ্বকাপ ২০২২ কোথায় অনুষ্ঠিত হবে? উ: কাতার। ৫. সোয়াইন ফ্লু ভাইরাসের উৎপত্তিস্থল কোথায়? উ: মেক্সিকোতে ৬. পদ্মা ও মেঘনা কোথায় মিলিত হয়েছে? উ: চাঁদপুরে ৭. জাপানের পার্লামেন্টের নাম কি? উ: ডায়েট ৮. বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ কোন তারিখে ইউস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল’ রেজিস্টারে অর্ন্তভুক্ত করা হয়েছে? উ: ৩০ অক্টোবর, ২০১৭ ৯. ক্রেমলিন কি? উ: রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন ১০. আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালিত হয়? উ: ৮ই মার্চ ১১. বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? উ: তাজউদ্দিন আহমেদ ১২. ‘মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা’- গানের রচয়িতা কে? উ: অতুল প্রসাদ সেন ১৩. বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষনা কেন্দ্র কোথায়? উ: ময়মনসিংহে ১৪. বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোন বাহিনীতে চাকুরিরত ছিলেন? উ: সেনাবাহিনী ১৫. বাংলাদেশের স্থানীয় প্রশাসন কাঠামোর সর্বনিম্ন স্তর- উ: ইউনিয়ন পরিষদ ১৬. বায়ুমন্ডলের ওজন স্তর অবক্ষয়ের জন্য কোন গ্যাসের ভূমিকা সর্বোচ্ছ? উ: সিএফসি ১৭. ছিয়াত্তরের মন্বন্তর’ বলা হয় বাংলা কোন সনকে? উ: ১১৭৬ ১৮. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে কি বলা হয়? উ: ইন্টারনেট ১৯. বাংলাদেশের জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা কত? উ: ৩৫০ ২০. OPEC এর সচিবালয় কোথায়? উ: অস্ট্রিয়ার ভিয়েনায় ২১. থাইল্যান্ডের মুদ্রার নাম? উ: বাথ ২২. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দুই নারীকে ‘বীর প্রতীক’ উপাধিতে ভূষিত করা হয়? উ: তারামন বিবি ও সেতারা বেগম ২৩. মহান নেতা শেখ মুজিবুর রহমানকে কত সালে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়? উ: ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি ২৪. বাংলাদেশের রূপপুর পারমানবিক প্রকল্পে সহায়তাকারী দেশ কোনটি? উ: রাশিয়া ২৫. ‘মহাস্থানগড়’ কোন নদীর মোহনায় অবস্থিত? উ: করতোয়া ২৬. Which one is a correct sentence? i. Every students are present today. ii. Ten kilometers are too far to walk. iii. Two-third of the students got degrees. iv. All the information is current. উ: All the information is current. ২৭. The principal along with his students …. Planting trees for two hours. i. Have been ii. Has been iii. Is iv. Are উ: Has been ২৮. I have applied for the post of a Lecturer … English At of for in উ: in ২৯. The synonym of the word ‘scanty’- Ample copious meager abundant উ: meager ৩০. What would be the right antonym for ‘annihilate’? i. Destroy ii. Obliterate iii. Establish iv. Extinguish উ: Establish ৩১. The word ‘permissive’ means- i. Polite ii. Law-abiding iii.Liberal iv. Submissive উ: Liberal ৩২. Select the meaning of the ‘stagflation’. i. Controlled prices ii. Economics slow down iii. A disintegrating government iv. Cultural dullness উ: Economics slow down ৩৩.Identify the correct sentence- i. He is better and superior than me. ii. He is better than and superior to me. iii. He is better and superior to me. iv. He is superior than and better to me. উ: He is better than and superior to me. ৩৪. Choose the correct alternative to correct the sentence. He … to see us if he had been able to do. i. Would come ii. Would have come iii. Would had come Would may come উ: Would have come ৩৫. The idioms ‘put up with’ means- উ: tolerate ৩৬. Walk fast lest you … miss the bus. Will, should, can, could উ: should ৩৭. Price for bicycles can run …TK 2000. i. As high as ii. So high as iii. As high to iv. As high for উ: As high as ৩৮. He fathered the plan. Here the word ‘father’ is… উ: a verb ৩৯. Choose the correct sentence: i. A few of the three boys got a prize. ii. Each of the three boys got a prize iii. Every of the three boys got a prize iv. All of the three boys got a prize উ: Each of the three boys got a prize ৪০. Identify the correct passive form of ‘He made me laugh’. i. I was made laugh by him ii. I was made to laugh by him iii. I was made laughing by him iv. I was made laughing with him উ: I was made to laugh by him ৪১. ‘Call to mind’ means- উ: remember ৪২. He prohibited me- i. To do it ii. Do it iii. In doing it iv. From doing it উ: From doing it ৪৩. What would be the right synonym for “initiative”? i. Apathy ii. Enterprise iii. Indolence iv. Activity উ: Enterprise ৪৪. ‘A rolling stone gathers no moss.’ Here ‘rolling’ is উ: a participle ৪৫. Slow and steady … the race. Win, wins, has won, won উ: wins ৪৬. The verb form of ‘deceit’ is: Deceitful, Deceitfully, decisive, deceive উ: deceive ৪৭. ‘কর্তৃপক্ষ তাকে তিরস্কার করল’- The best translation is: উ: The authority took him to task. ৪৮. … Mount Everest is the higest peak in the Himalayas is. A, An, The, No Article উ: No Article ৪৯. Nasima will discuss the issue with Rafiq …. Phone. In, over, by, on উ: over ৫০. Choose the correct sentence. i. I have many works to perform ii. I have many work to perform iii. I have much works to perform iv. I have much work to perform উ: I have much work to perform ৫১. ‘Epicurism’ এর যথার্থ পরিভাষা- ক. নিয়তিবাদ খ. অস্তিত্ববাদ গ. ভোগবাদ ঘ. পরিবেশবাদ উ: ভোগবাদ ৫২.মৌলিক শব্দ কোনটি? শ্রবণ, পাঠক, পরিষ্কার, কালো উ: কালো ৫৩. “সুন্দর মানুষকে নিজের দিকে টানে”-বাক্যটিতে ‘সুন্দর’ শব্দটি কোন পদ? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় উ: বিশেষ্য ৫৪. ‘নীরোগ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ- উ: নিঃ+রোগ ৫৫. ‘ঢাক ঢাক গুড় গুড়’ বাগধারাটির অর্থ কি? উ: লুকোচুরি ৫৬. ‘অনেক’ শব্দটি- ক. অলুক তৎপুরুষ খ. উপপদ তৎপুরুষ গ. নঞ তৎপুরুষ ঘ. নিত্য সমাস উ: নঞ তৎপুরুষ ৫৭. ‘ডাক্তার সাহেবের হাত যশ ভাল’- বাক্যে হাত যশ হচ্ছে- ক. অধিকার অর্থে খ. যশ অর্থে গ. অভ্যাস অর্থে ঘ. নিপুণতা অর্থে উ: নিপুণতা অর্থে ৫৮. প্রসূন শব্দের প্রতিশব্দ- উ: পুষ্প ৫৯. I cannot Read more