আলী (রাযিয়াল্লাহুআনহু) থেকে বর্ণিত, তিনি বলেছেন, নবী (সাল্লাল্লাহুআলাইহি সাল্লাম) একটি সেনাবাহিনী পাঠালেন। জনৈক আনসারকে তার আমীর নিযুক্ত করলেন এবং সেনাদলের সবাইকে তার অনুগত্য করার নির্দেশ দিলেন। কোন কারণে আমীর রাগান্বিত হল এবং বললঃ নবী (সাল্লাল্লাহুআলাইহি সাল্লাম) কি তোমাদেরকে আমার অনুগত্য করার হুুুুকুম দেননি। উত্তরে তারা বললঃঃ অবশ্যই দিয়েছেন। আমীর বললঃ তাহলে তোমরা আমার জন্য কিছু কাঠ সংগ্রহ করো। তারা কাঠ সংগ্রহ করলো। আমীর বললেন ঃ এবার কাঠে আগুন লাগাও। তারা তখন কাঠে আগুন লাগাল। তখন সে বললঃ তোমরা আগুনে ঝাপিয়ে পড়। লোকেরা ঝাপিয়ে পড়তে সংকল্প করল। কিন্তু পরক্ষণেই তারা পরস্পরকে তা থেকে বাধা দিতে লাগল এবং বলতে লাগল আমরা তো জাহান্নামের আগুন থেকে পালিয়ে নবী (সাল্লাল্লাহুআলাইহি সাল্লাম) এর নিকট আশ্রয় নিয়েছিলাম। এভাবে তারা ইতস্তত করতে করতে আগুুন নিভে গেলো। আর ওদিকে আমীরের রাগও পড়ে গেল। নবী (সাল্লাল্লাহুআলাইহি সাল্লাম) এর নিকট যখন এ খবর পৌঁঁছল তখন তিনি বললেন ঃ যদি তারা ঐ আগুনের মধ্যে ঝাপিয়ে পড়তো তাহলে কিয়ামত পর্যন্ত আর তার মধ্য থেকে বের হতে পারতোনা। আনুগত্য কেবল সৎকাজেের ক্ষেত্রে হতে হবে। (বোখারী ৪৩৪০)