Middle English Period 1066-1500
মধ্যযুগের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা:
- 1066 সালে ফ্রান্সের Norman জাতি এসে জার্মান Saxon-দেরকে পরাজিত করে ইংল্যান্ড দখল করে নেয়। এজন্য 1066-1340 সাল পর্যন্ত সময়কে England Norman Period বলা হয়।
- 1400-1500 সাল পর্যন্ত সময়কে Barreen/Dark Period বলা হয়।(বাংলা সাহিত্যের অন্ধকার যুগ ১২০০-১৩৫০)
- ধর্মীয় শিক্ষা সম্প্রসারণের জন্য এই Anglo Norman যুগেই বিখ্যাত Oxford এবং Cambridge বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
- Magna Charta was passed on 15 June 1215
- King John সামন্তদের চাপে পড়ে রানিমেড দ্বীপে রাজার অধিকার সংক্রান্ত এ চুক্তিতে স্বাক্ষর করেন।It was a great charter, which limited the power of monarch । আগে বলা হত King can do no wrong. এটি ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল।
- বাংলায় Magna Charta হল ৬-দফা। Six point demand (1966)
- In 1295, English Parliament was established.
- এ যুগে ইংরেজ সাহিত্যিকরা ইতালিয় কবি Dante (দান্তে), Petrarch (পেত্রার্ক), Boccaccio (বোকাচিও) প্রমুখ বিখ্যাত সাহিত্যিকদের অনুসরণ করেছিলেন। Roger Bacon (1214-1292) was a famous literary person Anglo Norman Period. Opus Majus তার বিখ্যাত গ্রন্থ। রজার বেকনকে আধুনিক বিজ্ঞানের জনকও বলা হয়)। এই যুগেই Miracle Play, Mystery Play, Interlude (গর্ভনাটিকা) নামে English Drama এর প্রচলন শুরু হয়।
Middle English Period এর কিছু গুরুত্বপূর্ণ সাহিত্যিক
-
Dante-দান্তে (১২৬৫-১৩২১)
পুরো নাম: Dante Alighieri
জন্মস্থান: ইতালির ফ্লোরেন্স
Titles: The Father of the Italian Language.
The supreme Poet of Italy
His Famous Epic (তার বিখ্যাত এপিক): The Divine Comedy (Originally called Comedia)
- Dante (দান্তে), Petrarch (পেত্রার্ক), Boccaccio (বোকাচিও) এই তিন জন বিখ্যাত ইতালীয় কবিকে একত্রে The Three Crowns/ The Three Fountains (ফোয়ারা) বলা হয়।
- কবি মেচন্দ্র বন্দ্যোপাধ্যায় Dante এর The Divine Comedy অবলম্বনে তাঁর বিখ্যাত ছায়াময়ী কাব্য রচনা করেন।
- “Inferno” (the First part of The Divine Comedy) is a famous poem of Dante.
Inferno means Hell
(Inferno মানে নরক) এটি একটি বিখ্যাত কবিতা।
Sir John Mandeville
স্যার জন ম্যান্ডিভিল
- Travels of Sir John Mandeville
John Wycliffe
Titles:
- He has been characterized as the
“Morning Star of the Reformation”
“Evening Star of Scholasticism”
- Reformation of English Church
- He translated “The Holy Bible” in English.
- He is Called “ Father of English prose (গদ্য)/First prose writer in English (আলফ্রেড দ্য গ্রেড নাম না থাকলে)
He was an English Scholastic philosopher, theologian, Biblical translator, reformer, seminary professor at Oxford. He was an influential dissident (ভিন্ন মতালম্বী)within the Roman Catholic priesthood (পৌরহিত্য) during the 14th century.
জন উইক্লিফের অনুসারীরা Lollards নামে পরিচিত, যারা পরবর্তীতে পোপ বিরোধী আন্দোলন তথা Protestant Reformation এর জন্য সমাদৃত।
William Langland
তার বিখ্যাত কাব্যগ্রন্থ: Vision of Piers Plowman (ভিশন অব পিয়ার্স)
* This poem was also a social satire and perhaps it was the first great English satire.
Geoffrey Chaucer-জিওফ্রে চসার
জিওফ্রে চসার 14th century’র বিখ্যাত কবি(Representative Poet)কবি ছিলেন।তিনি একাধারে কূটনীতিক, দার্শনিক, আমলা, রাজ-উপদেষ্টা ও রাষ্ট্রদূত ছিলেন। তার নামানুসারে Age of Chaucer (1340-1400) নামকরণ করা হয়। তাকে অনেকে Morning Star of Renaissance বলে থাকেন।
Women were thought inferior to men in the age of Chaucer. He was the first poet to be buried in ‘Poets Corner of Westminster Abbey’. He is the poet and diplomat of Modern English Period. He is the first national poet of England.
Titles (উপাধি):
The First great modernist
Father of English Language
Father of English Literature
First Humorist in English Literature
Father of English Modern Poetry
The first English story-teller
Chaucer প্রথম বিশুদ্ধ ইংরেজি ভাষায় কবিতা লেখেন।
Canterbury Tales তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ।এটি ১৪৭৮ সালে প্রথম ছাপা হয়। এটি ১৭০০০ লাইন বিশিষ্ট্য কাব্যে রচিত একটি গল্প গ্রন্থ (a collection of 24 stories)। তার আরেকটি বিখ্যাত গ্রন্থ হলো The Nun’s Priest’s Tale.
তার অন্যান্য বিখ্যাত কবিতাগুলো:
The House of Fame
Troilus and Criseyde
The Parliament of Fowls
The Book of the Duchess
The Legend of Good Women
Roman de la Rose
The Story of Griselda
Anelida and Arcite
Sir Thomas Malory
তার বিখ্যাত গদ্যগ্রন্থের নাম Morte D’ Arthur। এটি উইলিয়াম ক্যাক্সটন কর্তৃক 1485 সালে প্রকাশিত হয়।
Note: It was the first major of prose fiction in English Literature.
এটি ইংরেজি সাহিত্যের First Romance in prose
তবে King Morte D’ Arthur নামে বিখ্যাত কবিতা লিখেছেন Victorian যুগের কবি Alfred Tennyson।
John Lydgate
- Troy Book
- The Story of Thebes
William Dunber
The Dance of the Seven Deadly Sins