আঞ্চলিক রাজনৈতিক জোট
ইউরোপীয় ইউনিয়ন
Formation of European Union-ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠা
ইউরোপীয় দেশসমূহের সবচেয়ে বড় অর্থনৈতিক জোটের নাম EU. বিশ্বের সবচেয়ে বড় বানিজ্যিক গোষ্ঠী ইউরোপীয় ইউনিয়ন।পারস্পরিক স্বার্থে শুল্ক হ্রাসের মাধ্যমে নিজেদের পণ্যের জন্য সুলভ ও সাধারণ বাজার সৃষ্টি।ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশগুলোর নাগরিকেরা পাসপোর্ট ও ভিসা ছাড়াই ইউনিয়নভুক্ত দেশগুলোতে যাতায়ত করতে পারে।
- EUROSTAR is the name of a Train service in the EU
ইউরোপীয় ইউনিয়নের ট্রেন সার্ভিসের নাম EUROSTAR
Treaty of Rome
রোম চুক্তি
১৯৫৭ সালের ২৫ মার্চ বেলজিয়াম, ফ্রান্স, পশ্চিম জার্মানি, লুক্সেমবার্গ এবং নেদারল্যান্ডের মধ্যে একটি চুক্তি হয় যা ‘রোম চুক্তি’ নামে পরিচিত।১৯৫৮ সালের ১ জানুয়ারি European Economic Community (EEC) বা European community (EC) প্রতিষ্ঠার মাধ্যমে চুক্তিটি কার্যকর হয়।
Treaty of Maastricht
ম্যাসট্রিচট চুক্তি
১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডের ম্যাসট্রিচট শহরে ঐতিহাসিক ‘ম্যাসট্রিচট’ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে European Union (EU) প্রতিষ্ঠিত হয় এবং একক মুদ্রা হিসেবে EURO গ্রহণের পথ সুগম হয়।১৯৯৩ সালের ১ নভেম্বর চুক্তিটি কার্যকর হয়।
- EU এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে।Headquarters of EU- Brussels, Belgium)
- EU এর বর্তমান সদস্য সংখ্যা ২৭টি। সর্বশেষ সদস্য ক্রোয়েশিয়া।
- EU এর একক মুদ্রার নাম ইউরো। এই মুদ্রার জনক রবার্ট মুন্ডেল। ১৯৯৯ সালেi ১ জানুয়ারি এটি প্রথম চালু হয়।বর্তমানে ২৫ টি দেশে ইউরো মুদ্রা চালু আছে তবে ইউরোপীয় ইউনিয়নের ১৯টি দেশে এই মুদ্রা চালু আছে।সর্বশেষ লিথুনিয়া ২০১৫ সালের ১ জানুয়ারি ইউরো গ্রহণ করে।১৯৯৯ সালে ইউরো চালু হয়েছিল ১১টি দেশে।যুক্তরাজ্য ইউরো গ্রহণ করেনি। ইউরোপীয় ইউনিয়নের বাইরের ভ্যাটিকান সিটি, সান ম্যারিনো, এন্ডোরা, মন্টিনিগ্রো, কসাবো, মোনাকো এই ৬টি দেশ ইউরো চালু আছে।
- সম্প্রতি EU তে যোগদানের জন্য তুরস্কে গণভোট হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের কাঠামো
ইউরোপীয় কাউন্সিল (European Council): ইউরোপীয়ান কাউন্সিল সদস্য দেশগুলোর সরকার প্রধানদের নিয়ে গঠিত হয়। এটি ইউনিয়নের শীর্ষ নিয়ন্ত্রক সংগঠন।এর মাধ্যমে ইউনিয়নের নীতিমালা ও নির্দেশিকা তৈরি হয়।
ইউরোপীয় কমিশন (European Commission): ইউরোপীয় কমিশনের দায়িত্ব খসড়া আইন প্রস্তুত করে বিবেচনার জন্য ইউরোপীয় কাউন্সিলের সভায় পেশ করা।
ইউরোপীয় পার্লামেন্ট (European Parlament): ইউরোপীয় ইউনিয়নের যাবতীয় আইন প্রণয়ন বিষয়ে সহযোগিতা করে। ইউরোপীয় পার্লামেন্টের সদর দপ্তর ফ্রান্সের স্ট্রাসবার্গে। European Parlament এর সদস্য সংখ্যা ৭০৫টি।
ইউরোপীয় কোর্ট অব জাস্টিস Court of Justice of the European Union): ইউরোপীয়ান কোর্ট অব জাস্টিস আইন প্রয়োগের ব্যপারে সহযোগিতা করে থাকে।এর সদর দপ্তর লুক্সেমবার্গে অবস্থিত।
ইউরোপীয় কোর্ট অব অডিটরস (Court of Auditors): ইউরোপীয় ইউনিয়নের বাজেট পরীক্ষা করে কোর্ট অব অডিটরস। লুক্সেমবার্গে থাকে।এর সদর দপ্তর অবস্থিত।
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (European Central Bank): ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর জার্মানির ফ্রাঙ্কফুটে।
African Union –AU
আফ্রিকান ইউনিয়ন
Formation: 25 May, 1963 –Organization of African Union. Then, 26 May, 2001 this name is reformed ‘African Union’.
১৯৬৩ সালের ২৫ মে ‘আফ্রিকান ঐক্য সংস্থা’ নামে প্রথম এটি গঠিত হয়। পরবর্তীতে ২০০১ সালের ২৬ মে এটির নাম পরিবর্তন হয়ে ‘আফ্রিকান ইউনিয়ন’ হয়।
Headquarters Addis Ababa, Ethiopia
সদরদপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
Membership – 55 Countries
সদস্যপদ: ৫৫ টি দেশ।
Arab League
আরবলীগ ১৯৪৫ সালের ২২ মার্চ গঠিত হয়। আরবলীগের প্রতিষ্ঠাকালীন সদস্যদেশ ৬টি।এগুলো – সৌদি আরব, ইরাক, মিশর, লেবানন, জর্ডান এবং সিরিয়া। ৫ মে, ১৯৪৫ সালে ইয়েমেন আরবলীগে যোগ দেয়। ৯ সেপ্টেম্বর, ১৯৭৬ সালে প্যালেস্টইন মুক্তি সংস্থা (পিএলও) আরবলীগের পূর্ণাঙ্গ লাভ করে। আরব লীগের সর্বশেষ সদস্য কমোরস ১৯৯৩ সালে যোগ দেয়।
Headquarters: Cairo, Egypt
সদরদপ্তর: কায়রো, মিশর
Membership –22Countries
সদস্যপদ: ২২ টি দেশ।
Algeria (আলজেরিয়া)
Bahrain(বাহারাইন)
Comoros (কমোরস)
Djibouti (জিবুতি)
Egypt (মিশর)
Iraq(ইরাক)
Jordan(জর্ডান)
Kuwait (কুয়েত)
Lebanon(লেবানন)
Libya (লিবিয়া)
Mauritania(মৌরিতানিয়া)
Morocco (মরক্কো)
Oman (ওমান)
Qatar(কাতার)
State of Palestine (প্যালেস্টাইন)
Saudi Arabia (সৌদি আরব)
Somalia (সোমালিয়া)
Sudan (সুদান)
Syria(সিরিয়া)
Tusinia (তিউনিশিয়া)
United Arab Emirates (সংযুক্ত আরব আমিরাত)
Yemen (ইয়েমেন)
আরবলীগের পর্যবেক্ষক দেশ ৪টি। যথা –ইরিত্রিয়া, ব্রাজিল, ভারত এবং ভেনিজুয়েলা।
United Arab Republic
ইউনাইটেড আরব রিপাবলিক
মিশর ও সিরিয়া ১৯৫৮ সালে একত্রিত হয়ে ইউনাইটেড আরব রিপাবলিক গঠন করে।এর রাজধানী ছিলো কায়রোতে।১৯৬১ সালে ইউনাইটেড আরব রিপাবলিক বিলুপ্ত হয়ে যায়।
Organization of American States-OAS
আমেরিকার রাষ্ট্রসমূহের সংস্থা
Formation (প্রতিষ্ঠাকাল): ৩০ এপ্রিল, ১৯৪৮ সালে চুক্তি স্বাক্ষরিত হয়।১ ডিসেম্বর, ১৯৫১ সালে চুক্তিটি কার্যকর হয়।
Headquarters: Washington D.C.
সদরদপ্তর: ওয়াশিংটন ডি.সি
Membership: 35 countries
সদস্যপদ: ৩৫টি দেশ।
Shanghai Co-operation Organization
সাংহাই সহযোগিতা সংস্থা
Establisment: 15 June, 2001
প্রতিষ্ঠাকাল: ১৫ জুন, ২০০১
Membership: 8 countries (China, India, Pakistan, Russia, Kazakhstan, Kyrgzstan, Tajikstan, Uzbekistan)
সদস্যপদ: ৮টি দেশ।(চীন, ভারত, পাকিস্থান, রাশিয়া, কাজাখস্থান, কিরঘিজস্থান, তাজাকিস্থান এবং উজবেকিস্থান।)
Observer Countries: 4 countries. (Afghanistan, Belarus, Iran, Mongolia)
Headquarters: : Beijing, China.
সদরদপ্তর: বেইজিং, চীন।
Gulf Co-operation Council –GCC
উপসাগরীয় সহযোগিতা সংস্থা
Introduction: Political and economic union of the states bordering the Persian
পারস্য উপসাগরীয় দেশসমূহের রাজনৈতিক এবং অর্থনৈতিক জোট।
Membership: 6 countries. (Bahrain, Kuwait, Oman, Qatar, Saudi Arabia, UAE)
সদস্যপদ: ৬টি দেশ।(বাহারাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত)
Headquarters: Riyadh, Saudi Arabia
সদরদপ্তর: রিয়াদ, সৌদি আরব
Establisment: 1981
প্রতিষ্ঠাকাল: ১৯৮১