আঞ্চলিক সামরিক জোট
NATO- ন্যাটো
NATO: North Atlantic Treaty Organization.
Establishment: 4 April, 1949.
প্রতিষ্ঠfকাল: ৪ এপ্রিল, ১৯৪৯।
Headquarters: Brussels, Belgium.
সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম
Membership: Countries. (Belgium, Netherlands, Luxembourg, Albania, Bulgaria, Canada, Croatia, Czech Republic, Denmark, Estonia, France, Germany, Italy, Iceland, Greece, Hungary, Latvia, Lithuania, Norway, Montenegro, Poland, Portugal, Romania, Slovakia, Slovenia, Spain, Turkey, UK, USA)
সদস্যপদ: ২৯ টি। (আলবেনিয়া, বেলজিয়াম, যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, জার্মানি, ইতালি, কানাডা, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, গ্রিস, আইসল্যান্ড, লাটাভিয়া, লুক্সেবার্গ, নরওয়ে, স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, হাঙ্গেরি, লিথুয়ানিয়া, নেদারল্যান্ড, পোল্যান্ড, রোমানিয়া, স্লোভেনিয়া, তুরস্ক, যুক্তরাষ্ট্র ও মন্টিনিগ্রো।
** আলবেনিয়া ও তুরস্ক ন্যাটোভুক্ত মুসলিম দেশ।
** সর্বশেষ ন্যাটোভুক্তদেশ মন্টিনিগ্রো (৫ জুন ২০১৭)
** ন্যাটো এর এসোসিয়েট সদস্য রাশিয়া।
ন্যাটো একটি সামরিক জোট। এর মূল উদ্দেশ্য সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে আগ্রাসন প্রতিরোধ।
** ন্যাটো বাহিনী ২০০৩ সালের আগস্টে আফগানিস্থানে International Security Assistance Force (ISAF) মিশনে অংশ নেয়। এটি ইউরোপের বাইরে ন্যাটো বাহিনীর প্রথম মিশন।
ANZUS
ANZUS: Australia, New Zealand, United States Security Treaty.
Establishment: 1 September, 1951.
প্রতিষ্ঠfকাল: ১ সেপ্টেম্বর, ১৯৫১।
Headquarters: Canberra, Australia.
সদর দপ্তর: ক্যানবেরা, অস্ট্রেলিয়া
Membership: 3 Countries. (Australia, New Zealand, United States)
সদস্যপদ: ৩ টি। (অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র)
- এটি একটি সামরিক জোট। সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক আগ্রাসন প্রতিরোধ করা।
ওয়ারশ চুক্তি – Warsaw Pact
১৯৫৫ সালে প্রতিষ্ঠিত একটি সামরিক জোট ওয়ারশ চুক্তি। স্নায়ুযুদ্ধ চলাকালে সমাজতান্ত্রিক দেশসমূহের মধ্যে এই হয়।মূলত ন্যাটো প্রতিপক্ষ হিসেবে এই জোটটি তৈরি হয়। সোভিয়েতের পতনের ফলে ১ জুলাই ১৯৯১ সালে এটি বিলুপ্তি হয়।
প্রতিষ্ঠfকাল: ১৪ মে, ১৯৫৫।
বিলুপ্তি : ১ জুলাই ১৯৯১।
Interpol
Interpol : International Criminal Police Organization.
Establishment: 1923
প্রতিষ্ঠfকাল: ১৯২৩
Headquarters: Lyon, France
সদর দপ্তর: লিও, ফ্রান্স
Membership: 194 Countries.
সদস্যপদ: ১৯৪ টি দেশ।
বাংলাদেশ ১৯৭৬ সালে ইন্টারপোলের সদস্যপদ লাভ করে।