আর্থিক সংস্থা
ইসলামী উন্নয়ন ব্যাংক
IDB- Islamic Development Bank
Foundation : 20 October, 1975.
প্রতিষ্ঠাকাল: ১৯৭৩ সালের ১৮ ডিসেম্বর ও.আই.সির পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলনে ইসলামী উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়। আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয় ২০ অক্টোবর, ১৯৭৫।
Membership: 57 countries.
সদস্যপদ: ৫৭ টি দেশ।
সর্বশেষ সদস্য নাইজেরিয়া। IDB এর সদস্য হতে হলে OIC এর সদস্য হতে হয়। আইভরি কোস্ট OIC এর সদস্য হলেও IDB এর সদস্য নয়।
Headquarters: Jeddah, Saudi Arabia
সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব
Presidents: Bandar Al Hajjar.
মুসলিম দেশগুলোর অর্থনীতিকে ক্রমান্বয়ে ইসলামী ভাবধারায় পরিচালিত করা। এর বৈশিষ্ট্য সুদমুক্ত লেনদেন।
বাংলাদেশ ১৯৮৩ সালে IDB এর সদস্য হয়। IDB তে বাংলাদেশের চাঁদার হার ১০.০ মিলিয়ন ইসলামিক দিনার।
এশিয়া উন্নয়ন ব্যাংক
ADB: Asian Development Bank.
Foundation : 19 December, 1966.
প্রতিষ্ঠাকাল: ১৯৬৬
Membership: 68 countries.
সদস্যপদ: ৬৮ টি দেশ।
Headquarters: Manila, Philippines
সদরদপ্তর: ম্যানিলা, ফিলিপাইন।
Presidents: Takehiko Nakao.
বাংলাদেশ ১৯৭৩ সালে ADB এর সদস্যপদ লাভ করে। ADB এর বর্তমান প্রেসিডেন্ট তাকাইহকো নাকাও।
ECO
ECO : Economic Co-operation Organization.
Foundation: 1985
প্রতিষ্ঠান: ১৯৮৫।
Membership: 10 countries. (Afghanistan, Azerbaijan, Iran, Kazakhstan, Kyrgyzstan, Pakistan, Tajikistan, Turkey, Turkmenistan, Uzbekistan)
সদস্যপদ: ১০ টি। (আফগানিস্থান, আজারবাইজান, কাজাকিস্থান, কিরগিস্থান, পাকিস্থান, ইরান, তাজিকিস্থান, তুরস্ক, তুর্কেমেনিস্থান, উজবেকিস্থান।)
Headquarters: Tehran, Iran
সদরদপ্তর: তেহরান, ইরান
ACU
ACU: Asian Clearing Union.
Establishment: 9 December, 1974.
প্রতিষ্ঠান: ৯ ডিসেম্বর, ১৯৭৪.
Headquarters: Tehran, Iran
সদরদপ্তর: তেহরান, ইরান
Membership: 10 countries. (Bangladesh, Iran, Pakistan, Bhutan, Maldives, Sri Lanka, Nepal, India, Myanmar.)
সদস্যপদ: ৯ টি। (বাংলাদেশ, ইরান, পাকিস্থান, মালদ্বীপ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, ভারত, মায়ানমার।)
AIIB
AIIB: Asian Infrastructure Investment Bank.
বাংলায় : এশিয়ান অবকাঠামো বিনিয়োগ ব্যাংক
Establishment: 2015, But it open for business 16 January, 2016.
প্রতিষ্ঠাকাল: ২০১৫ সালের ২৫ ডিসেম্বর চুক্তি হয় এবং ১৬ ফেব্রুয়ারি ২০১৬ সালে কার্যক্রম শুরু করে।
Headquarters: Beijing, China.
সদরদপ্তর: তেহরান, ইরান
Membership: 75 countries.
সদস্যপদ: ৭৫ টি ।
এর মূল উদ্যোক্তা চীন। যুক্তরাষ্ট্র, জাপান ও কানাডা কখন সদস্য হবেনা। চীনের শেয়ার ২৯.৮% এবং বাংলাদেশের ০.৮৩%। চীনের ভেটো দেয়ার ক্ষমতা ২৬% এবং বাংলাদেশের ভেটো ক্ষমতা .২৬%।
মূলধন: ১০০০০ কোটি ডলার বা ১০০ বিলিয়ন।
এটি বিশ্ব ব্যাংকের বিকল্প।
NDB
NDB: New Development Bank.
Establishment: July, 2014 (Treaty Signed)
July, 2015 (Treaty in Force)
প্রতিষ্ঠাকাল: ২০১৪ সালের জুলাইয়ে চুক্তি হয় এবং ২০১৫ সালের জুলাইয়ে তা কার্যকর হয়।
Headquarters: Shanghai, China.
সদরদপ্তর: সাংহাই, চীন।
Membership: 5 countries. (China, Russia, India, South Africa, Brazil.)
সদস্যপদ: BRICS ভুক্ত ৫টি দেশ। (চীন, রাশিয়া, ভারত, দক্ষিন আফ্রিকা, ব্রাজিল।)
মূলধন: ৫০০০ কোটি ডলার বা ৫০ বিলিয়ন।
এটি IMF এর বিকল্প।