সীমানা |
আয়তন ও সীমান্ত |
সর্বমোট সীমান্ত রেখা |
৫১৩৮ বর্গ কি: মি: [সূত্র :বর্ডার গার্ড বাংলাদশে]৪৭১১ বর্গ কি: মি: [সূত্র : মাধ্যমিক ভূগোল] |
স্থলসীমা |
৩৯৯৫ বর্গ কি:মি: [সূত্র : মাধ্যমিক ভূগোল]৪৪২৭ বর্গ কি:মি: [সূত্র :বর্ডার গার্ড বাংলাদশে] |
বাংলাদেশের উপকূলের দৈর্ঘ্য |
৭১৬ বর্গ কি:মি:[সূত্র : মাধ্যমিক ভূগোল]৭১১ বর্গ কি:মি: [সূত্র :বর্ডার গার্ড বাংলাদশে] |
অর্থনৈতিক সমুদ্রসীমা |
২০০ নটিক্যাল মাইল বা ৩৭০.৮ কি:মি: |
রাজনৈতিক সমুদ্রসীমা |
১২ নটিক্যাল মাইল |
১ নটিক্যাল মাইল |
১.১৫ মাইল বা ১.৮৫২ কি:মি: |
বাংলাদেশের সাথে সীমানা আছে |
ভারত ও মিয়ানমারের |
ভারতের সাথে সীমারেখার দৈর্ঘ্য |
৩৭১৫ কি:মি:[সূত্র : মাধ্যমিক ভূগোল]৪১৫৬কি:মি:[সূত্র :বর্ডার গার্ড বাংলাদশে] |
মিয়ানমারের সাথে সীমারেখার দৈর্ঘ্য |
২৮০কি:মি:[সূত্র : মাধ্যমিক ভূগোল]২৭১কি:মি:[সূত্র :বর্ডার গার্ড বাংলাদশে] |
বাংলাদেশের সীমান্তবর্তী জেলা |
৩২ টি |
ভারত ও মিয়ানমার উভয়দেশের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা |
রাঙ্গামাটি ( বাংলাদেশের সবচেয়ে বড় জেলা) |
মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা |
৩ টি(রাঙ্গামাটি,বান্দরবান,খাগড়াছড়ি) |
ভারতের সাথে সীমান্তবর্তী জেলা |
৩০ টি |
- ঢাকা ও বরিশাল বিভাগের সাথে কোন সীমান্ত নেই ।
- দেশের ২৪ তম স্থলবন্দর ভোলাগঞ্জ, কোম্পানিগঞ্জ, সিলেট।
- ময়মনসিংহ এবং সিলেট বিভাগের প্রতিটি জেলার সাথে সীমান্ত আছে।
- বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপ হল বাংলাদেশ।
- বাংলাদেশের দক্ষিন- পশ্চিমে হাড়িয়াভাঙ্গা নদী বাংলাদেশ – ভারত এবং দক্ষিন- পূর্বে নাফ নদী বাংলাদেশ – মিয়ানমার সীমান্ত নির্দেশ করে।
- ভারতের পাঁচটি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত আছে। এগুলো হলো – পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম।