গোবিন্দদাস
মুর্শিদাবাদের তেলিয়াবুধুরি গ্রামে আনুমানিক ১৫৩৫ সালে তিনি জন্মগ্রহন করেন।তিনি ব্রজবুলি ভাষায় বৈষ্ণব কবিতা লিখতেন।তিনি মহান কবি, তাঁর কল্পনা মোহকর।তিনি কল্পনাকে চমৎকার অলঙ্কার পরিয়ে দেন।তার কয়েকটি পক্তি-
- যাহাঁ যাহাঁ নিকসয়ে তনু তনু জ্যোতি
তাঁহা তাঁহা বিজুরি চমকময় হোতি।
- ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণি
অবনী বহিয়া যায়।
ব্রজবুলি ভাষায় রচিত ‘গীতগোবিন্দ’ গোবিন্দদাসের বিখ্যাত পদাবলি সাহিত্য। তাঁকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয়।