চন্দ্রাবতী
চন্দ্রাবতী ষোড়শ শতকের কবি। আনুমানিক জন্ম ১৫৫০ সালে। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম বাঙ্গালি মহিলা কবি চন্দ্রাবতী।তিনি ময়মনসিংহের কিশোরগঞ্জের পাতোয়ারি গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর পিতা মনসামঙ্গলের বিখ্যাত কবি দ্বিজ বংশীদাস। চন্দ্রাবতীর রচিত কাব্য গুলো- মলুয়া, দস্যু কেনারামের পালা, রামায়ন ইত্যাদি। তাকে মহিলা রামায়ণকার বলা হয়।