জ্ঞানদাস
ধারনা করা হয় জ্ঞানদাস ষোড়শ শতাব্দীতে বর্ধমান জেলার কাটোয়ায় জন্মগ্রহন করেন।তিনি চন্ডীদাসের ভাবশিষ্য ছিলেন।চণ্ডীদাস ও তাঁর পদের মধ্যে যথেষ্ট মিল রয়েছে।জ্ঞানদাস বাংলায় বৈষ্ণব পদাবলী রচনা করেন।তার বিখ্যাত উক্তি-
- রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর।
প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর।।
হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে।
পরাণ পীরিতি লাগি থির নাহি বান্ধে।।
- সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু আনলে পুড়িয়া গেল।