2018- (1)
১. ‘চাষাভুষার কাব্য’ কার সাহিত্যকর্ম ?
উ: নির্মলেন্দু গুণ।
২. বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন ?
উ: সৈয়দ নজরুল ইসলাম।
৩.Who is the modern philosopher who was awarded Novel Prize for literature?
উ: Bertrand Russell
৪. লোকসাহিত্য কাকে বলে ?
উ: লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে
৫. যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না, তাকে বলে-
উ: ক্ষণপ্রভা।
৬. What type of noun the word ‘Chemistry’ is-
উ: proper
৭. বাংলাদেশের কোন নদীটি প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত?
উ: হালদা।
৮. সংবিধান শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?
উ: সম্ + বিধান।
৯. Identify singular number :
Fungi, Agenda, Formula, Data
উ: Formula.
১০. বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি ?
উ: মহেশখালী।
১১. A reward has been announced for the employees who___ hard.
উ: have worked.
১২. সর্বাঙ্গে ব্যাথা, ঔষধ দিব কোথা – এখানে সর্বাঙ্গে শব্দটি কোন কারকে কোন বিভক্তি — ?
উ: অধিকরণে সপ্তমী।
১৩. সব ঝিনুকে মুক্তা মেলে না – এই বাক্যে ঝিনুকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উ: অপাদানে সপ্তমী।
১৪. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন?
উ: এম আর আখতার মুকুল।
১৫. ‘নাটিকা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ ?
উ: ক্ষুদ্রার্থে।
১৬. বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু কোন দেশে?
উ: বেলজিয়াম।
১৭. গ্রাউন্ড জিরো কোনটির সঙ্গে সম্পৃক্ত –
উ: ৯/১১।
১৮. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য, প্রস্থ এবং মাঝের লালবৃত্তের ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে –
উ: ৫ : ৩ : ১
১৯. অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটি ?
উ: হরমোন।
২০. ‘সারভৌম’ শব্দের সঠিক সদ্ধি বিচ্ছেদ কোনটি ?
উ: সর্বভূমি + ষ্ণ
২১. কোনটিতে মধ্যস্বরলোপ ঘটেছে ?
উ: গামছা
২২. ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান ?
উ: জিব্রাল্টার।
২৩.A rolling stone gathers no moss. What ‘rolling’ is ?
উ: Participle.
২৪. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি–
পানি, শূণ্যতা, লোহা, বাতাস
উ: লোহা
২৫. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি ?
উ: শুক্র
২৬. কোন বাক্যে ভাববাচ্যের কর্তার উদাহরণ দেয়া হয়েছে ?
তাকে গ্রাম থেকে যেতে হবে।
আমার যাওয়া হবে না।
সে গ্রামে যাবে।
ছুটি হলে ঘন্টা বাজে।
উ: আমার যাওয়া হবে না।
২৭. URL হলো-
উ: Web এর বিভিন্ন Documents ও অন্যান্য Resources এর ঠিকানা|
২৮. When I saw the garden, he __?
-is cutting down
-will be cutting down
-cut down
-was cutting down
উ: was cutting down
২৯. ‘এডামস পিক তীর্থস্থান কোথায়?
উ: শ্রীলংকায়
৩০.Which one is the indefinite Pronoun?
Myself, they, who, anybody
উ: anybody
৩১. A person who writes about his own life writes-
A biography
A diary
A chronicle
An autobiography
উ: An autobiography
৩২. Which sentences is correct?
i.He is as good as I
ii.He is as good as mine
iii. He is as good as myself
iv. He is as good as me
উ: He is as good as I
৩৩. What is the antonym of `famous’?
Obscure
Extra ordinary
Frugal
careful
উ: Obscure
৩৪. The birds and the bees means-
i. The basic facts about sex
ii. The bird’s eye view
iii. The birds and bees are good workers
iv. The relation between birds and bees
উ:The basic facts about sex
৩৫. সতীদাহ প্রথা বিলুপ্তি হয়?
উ: ১৮২৯ সালে।
৩৬. He was absorbed – deep thought.
To, on, for, in
উ: in
৩৭. The passive form of the sentence “Some children were helping the wounded man”.
i.The wounded man was to be helped by some children
ii.The wounded man was helped by some children
iii.The wounded man was helping some children
iv.The wounded man was being helped by some children
উ: The wounded man was being helped by some children
৩৮. শুদ্ধ বানান কোনটি?
ভবিষ্যৎ, দীর্ঘজীবি, সমীচিন, আশির্বাদ
উ: ভবিষ্যৎ
৩৯. বাড়ি থেকে নদী দেখা যায়- কোন কারকে কোন বিভক্তি?
উ: অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি
৪০. যদি কোন যৌগের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে তাহলে সেটি-
উ: অম্ল।
৪১. The boy from the villege said, “I – starve than beg”.
Rather, would rather, would better, better
উ: would rather
৪২.The correct seplling is-
Humurious
Humorious
Humorous
Humourious
উ: Humorous
৪৩. বাংলা সাহিত্যে ছন্দের যাদুকর কে?
উ: সতেন্দ্রনাথ দত্ত।
৪৪. শব্দ ও ধাতুর মূলকে বলা হয়-
উ: প্রকৃতি।
৪৫. শ্বশ্রূ শব্দের অর্থ-
শাশুড়ি।
৪৬. ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয়-
উ: টেলিমেডিসিন।
৪৭. পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন পাস হয়?
উ: ১৯৫০
৪৮. “এ জগতে হায়, সে বেশি চায় যার আছে ভুরি ভুরি/ রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি”- চরণদ্বয় রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ?
উ: দুই বিঘা জমি।
৪৯. যে ক্রিয়া কিছু আগে হয়েছে ক্তিু ফল এখনো রয়েছে তাকে বলে-
উ: পুরাঘটিত বর্তমান।
৫০. বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম-
উ: বঙ্গবন্ধু স্যাটেলাইট -১।
৫১. I always take an umbrella __ it rains
উ: In case
৫২. Choose the correct sentence.
Rich is not always happy
The rich is not always happy
The rich is not happy always
The rich are not always happy.
উ: The rich are not always happy.
৫৩. Choose the correct indirect speech- She asked me, “Are You Happy in your new job?”
She asked me if I had been happy in my new job.
She asked me if I was happy in my new job.
She asked me if I have been happy in my new job.
She asked me whether I am happy in my new job.
উ: She asked me if I was happy in my new job.
৫৪. A swimming snake bit him in the leg. Here ‘swimming, is a-
উ: Participle
৫৫. I know where he lives. The sentence is a –
উ: Complex sentence
৫৬. ‘Subconscious’ – শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো-
উ: অবচেতন।
৫৭. জাহাজ নির্মাণ শিল্পে সর্বাপেক্ষা উন্নত রদশ?
উ: যুক্তরাজ্য
৫৮. ‘মন না মতি’ বাগধারাটির অর্থ কি?
উ: অস্থির মানব মন।
৫৯. বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী?
উ: সিপাহী।
৬০. ‘ব্যাষ্টি’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
সৃষ্টি, বৃদ্ধি, সমষ্টি, ভবিষ্যৎ
উ: সমষ্টি।
2018- ২
১. চারটি বিরাম চিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ কোনটি?
ড্যাস, হাইফেন, দাড়ি, সেমিকোলন
উ: দাঁড়ি।
২. ‘কৈশর’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
উ: কিশোর+ষ্ণ
৩. নিচের কোনটি পূর্ণাঙ্গ ইমেইল এড্রেস?
৪. The chain was ____ then we thought.
উ: stronger
৫. সন্ধি বিচ্ছেদ করুন : ‘ক্ষুৎপিপাসা’?
উ: ক্ষুধ্+পিপাসা
৬. জনসংখ্যা ও আয়তনে সার্কভুক্ত কোন দেশটি সবচেয়ে ছোট ?
উ: মালদ্বীপ।
৭. Which of the noun is used in the feminine form?
Anger, time, moon, none
উ: moon
৮. বাংলার মুখ আমি দেখেছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর ’ – কার লেখা?
উ: জীবনানন্দ দাশ
৯. সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই’ -উক্তিটি কার?
উ: চন্ডিদাস
১০. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের রচনা ‘অসমাপ্ত আত্নজীবনী’ কোন সালে লেখা হয়?
উ: ২০১২ সালে
১১. One should be carefull about ___ duty.
One’s, the, her, his
উ: One’s
১২. নোবেল পুরস্কার প্রবর্তকের মূল আবিষ্কার প্রধানত কি কাজে ব্যবহৃত হয়?
উ: শিল্প উন্নয়নে।
১৩. ‘লাজয়াব’ শব্দটির ‘লা’ কোন ধরনে উপসর্গ?
উ: আরবি উপসর্গ
১৪. ‘রাবনের চিতা’ -বাগধারাটির অর্থ কী?
উ: চির অশান্তি
১৪.The direct form of the sentence “Farida said to her mother, I shall go to now”. is –
উ: Farida told her mother that she would go to bad than.
১৫Shakespeare is known mostly for his-
উ: Drama
১৬. A pilgrim is a person Who undertakes a juarny to a –
উ: Holy place
১৭. `Main of a straw’ means –
উ: worthless man
১৮. যার দুই হাত সমান চলে , তাকে বলে –
উ: সব্যসাচি
১৯. ঐতিহাসিক ‘একুশে ফেব্রুয়ারী ’ বাংলা কত তারিখ ছিল?
উ: ৮ ফাল্গুন
২০. মানবদেহে রক্ত চাপ নির্ণায়ক যন্ত্রের নাম কী-
উ: স্ফিগমোম্যানো মিটার
২১. ভিটামিন সি এর রাসায়নিক নাম কি?
উ: এসকরবিক এসিড
২২.‘এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি’ বাক্যটি কোন কালের?
উ: পুরাঘটিত বর্তমান
২৩. নিচের কোনটি গ্রিনহাউজ গ্যাস?
উ: কার্বন ড্রাই-অক্সাইড
১৮. যার দুই হাত সমান চলে , তাকে বলে –
উ: সব্যসাচি
১৯. ঐতিহাসিক ‘একুশে ফেব্্রুয়ারী ’ বাংলা কত তারিখ ছিল?
উ: ৮ ফাল্গুন
২০. মানবদেহে রক্ত চাপ নির্ণায়ক যন্ত্রের নাম কী-
উ: স্ফিগমোম্যানো মিটার
২১. ভিটামিন সি এর রাসায়নিক নাম কি?
উ: এসকরবিক এসিড
২২.‘এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি’ বাক্যটি কোন কালের?
উ: পুরাঘটিত বর্তমান
২৩. নিচের কোনটি গ্রিনহাউজ গ্যাস?
উ: কার্বন ড্রাই-অক্সাইড
২৪. Nasim arrived While I ___ the dinner .
উ: Was cooking
২৫. নিচের শুদ্ধবানানটি নির্দেশ করুন
উ: বুদ্ধিজীবী
২৬.‘এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি’-এ পক্তির রচয়িতা কে?
উ: সুকান্ত ভট্টাচার্য।
২৭. The train____ from rongpur.
উ: Has already arrived.
২৮. ঈষ্ট কি?
উ: একটি ছত্রাক
২৯. The correct sentence of the following:
i.The Padma is the longest river in Bangladesh.
ii.The Padma is longest river in Bangladesh.
iii. The Padma is longest river in the Bangladesh.
iv. Padma is longest river in Bangladesh.
উ: The Padma is the longest river in Bangladesh.
৩০. ‘আগুনের পরশমণি’ উপন্যাসের উপজীব্য বিষয় কি?
উ: মুক্তিযুদ্ধ
৩১. নিচের কোনটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ নয়?
বেতার
বিড়াল চোখি
মেনিমুখো
ঘাতেষড়ি
উ: বেতার
৩২. ভারতে প্রথম মুদ্রা প্রচলন করেন?
উ: ইলতুতৎমিশ
৩৩. Identify the correct passive form of – He is going to open a shop.
i. He is being gone to open a shop.
ii. A shop is being gone opened by him.
iii. A shop will be opened by him.
৩৪. A shop is going to be opened by him.
উ: A shop is going to be opened by him.
৩৫. Nine man were concerned ___ by the plot.
উ: for
৩৫. কোন আমলে ঢাকায় ‘মসলিন কাপড়’ তৈরি হত?
উ: মুঘল আমলে।
৩৬. দূর প্রাচ্যের দেশ কোটি?
সিরিয়া
জাপান
ভিয়েতনাম
ওমান
উ: জাপান।
৩৭. A voyage to Liliput’ is written by-
উ: Jonathan Swift
৩৮. If we want concrete proof, we are looking for –
Clear evidence
Building material
A cement mixer
Something to cover a parth
উ: Clear evidence
৩৯. Which is the correct spelling?
Achievement
Achevement
Acheivment
Achievment
উ: Achievement
৪০. Find out the correct synonym of tenuous-
Vital
Thin
Careful
Dangerous
উ: Thin
৪১. He lives __ comfortable life.
None of them
a
an
the
উ: a
৪২. The word ‘Gravity’ is-
An adjective
A noun
A gerund
An adverb
উ: A noun
৪৩. The invigilator made us – our identity card at the test center.
To show
Showing
Show
Showed
উ: Show
৪৪. কোন বীরশ্রেষ্ঠের সমাধিস্থল করাচিতে ছিল?
উ: ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান।
৪৫. ‘কপোল’ শব্দের অর্থ কী?
উ: গাল
৪৬. ‘সন্ন্যাসী’ এর বিপরীত শব্দ?
উ: গৃহী
৪৭. স্বাধীনতা যদ্ধকালে অস্থায়ী সরকার কবে গঠিত হয়?
উ: ১০ এপ্রিল গঠিত হয় এবং ১৭ এপ্রিল সপথ গ্রহন করে।
৪৮. গেটিসবার্গ শহরের সাথে কোন মার্কিন প্রেসিডেন্টের নাম জড়িত।
উ: আব্রাহাম লিংকন।
৪৯. বরেন্দ্রভূমি নামে পরিচিত?
উ: রাজশাহী বিভাগের উল্টর-পশ্চিমাংশ।
৫০. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গিকার ব্যক্ত করা হয়েছে?
উ: ১৭।
৫১. ১৯৪৩ সালে দুর্ভিক্ষের ছবি একে কে বিখ্যাত হন?
উ: শিল্পাচার্য জয়নুল আবেদিন।
৫২. নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির চিহ্ন?
উ ই আ ঔ
উ: ঔ
৫৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধেও সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন?
উ: উথান্ট।
৫৪. বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে কোটির স্থান মর্যাদার দিক থেকে দ্বিতীয়?
উ: বীর উত্তম।
৫৫. সন্ধি বিচ্ছেদ করুন- ‘কথাচ্ছলে’
উ: কথা+ছলে
৫৬. কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে কি বলে?
উ: ROM
৫৭. ‘ডাক্তার ডাক’ শব্দটিতে ‘ডাক্তার’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উ: কর্মকারকে শূণ্য বিভক্তি।
2018- ৩
১. ‘লম্ফ-প্রদান করিল’ – এর চলিত রূপ কোনটি?
লাফ প্রদান করিল
লাফ দিল
লম্ফ দিল
লম্ফ প্রদান করিল
উ: লাফ দিল
২.The word American is
Pronoun
both noun and adjective
Noun
Adjective
উ: both noun and adjective
৩. মোডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে-
উ: ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয়
৪. He is confident – success.
উ: of
৫.দহগ্রাম ছিটমহল বাংলাদেশের নিম্নের কোন জেলায় অবস্থিত?
উ: লালমনিরহাট
৬. What is the meaning of ‘White Elephant’?
উ: A very costly and troublesome possession
৭. ‘দিবারাত্রির কাব্য’ কার লেখা?
উ: মানিক বন্দ্যোপাধ্যায়
৮. Choose the correct sentence.
- The man appears to be stronger then all other living men.
- The man appears to be stronger then any other living man.
- The man appears to be stronger then other living man.
- The man appears to be stronger then may living man.
উ: ক + খ
৯.কোনটি ব্রিটিশ আমলের স্থাপত্য?
আঙ্গিনা মসজিদ, কার্জন হল, লালবাগ কেল্লা, জাতীয় সংসদ ভবন
উ: কার্জন হল
১০.‘মনীষা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ?
উ: মনস+ঈষা
১১. কাজী নজরুল এর বাল্য স্মৃতি বিজরিত ময়মনসিংহের স্থানটির নাম কী?
উ: দরিরামপুর।
১২. তিস্তা নদীর উৎপত্তি স্থান কোনটি?
উ: সিকিমের পার্বত্য অঞ্চল।
১৩. The chairman and secretary ___ present at the last meeting.
Were , is , was , have
উ. was.
১৪. Which one of the following is an adverb?
Someone, Somebody, someday, Something
উ: someday.
১৫. বৃক্ষ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
বিটপী, শিখরী, বনানী, পাদপ
উ: বনানী
১৬. মুক্তিযুদ্ধকালীন সময় কোন তারিখে বুদ্ধিজীবীদেও ওপর হত্যাকান্ড চালানো হয়?
উ: ১৪ ডিসেম্বর, ১৯৭১।
১৭. মানবদেহে কত জোড়া ক্রোমোজোম থাকে?
উ: ২৩ জোড়া।
১৮. Choose the correct Sentence-
That shirt which he has bought is blue in colour
That shirt that which he bought is blue in colour
Which shirt he bought is blue in colour
That shirt which he bought is blue in colour
উ: That shirt which he bought is blue in colour
১৯.Choose the correct Sentence-
Airport is a busy place
Airport is busy place
The Airport is a busy place
The Airport is busy place
উ: The Airport is a busy place
২০. বাংলাপিডিয়ার প্রকাশের উদ্যোক্তা কে?
উ: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
২১. ইউরিয়া সারে সর্বাধিক কতভাগ নাইট্রোজেন থাকে?
উ: ৪৬ ভাগ।
২২. ‘ইতর বিশেষ’ বাগধারাটির অর্থ কি?
উ: পার্থক্য।
২৩. Which one of the following is a common gender?
Teacher
Book
Boy
Madam
উ: Teacher
২৪. ‘The Tale of two cities’ is written by-
উ: Charles Dickens
২৫. Choose the word opposite in meaning to the word ‘LIABILITY’
i.Assets
ii.Property
iii.Treasure
iv.Debt
উ: Assets
২৬. Today __ people who enjoy cricket is bigger than that of thirty years ago.
i.A great deal of
ii.Many
iii.The number of
iv.Number of
উ: The number of
২৭. CPU- এর পূর্ণরূপ?
উ: Central Processing Unit
২৮. The antonym of the word ‘delete’ is-
Discrete
Dull
Insert
Contract
উ: Insert
২৯. Which is the correct spelling?
Achievement
Achevement
Acheivment
Achievment
উ: Achievement
৩০. What is the passive voice of ‘Who did this’?
উ: By whom was this done?
৩১. He said, “I can’t do the word”. The indirect narration is –
উ: He said that he could do the work.
৩২. We could not buy anything because __ of the shops was open.
Nothing
All
No one
none
উ: none
৩৩. ‘A child likes sweet only’. The negative form of the sentence is-
উ:A child likes nothing but sweet.
৩৪. Rahim discourage me __ borrowing.
To, on, from, in
উ:from
৩৫. ভারত ও শ্রীলংকাকে পৃথক করেছে কোন প্রণালী?
উ: পক প্রণালী।
কোন সংস্থা বিশ্ব ঐতিহ্য ঘোষনা করে?
উ: ইউনেস্কো।
৩৬. সারাংশে নিচের কোনটির প্রয়োজন নেই?
সরলতা, অলঙ্কার, সংক্ষেপণ, প্রাঞ্জলতা
উ: অলঙ্কার।
৩৭. নিচের কোনটি চলিত রীতির শব্দ?
তুলা, শুকনো, পড়িল, সহিত
উ: শুকনো।
৩৮. সম্বোধনের পর কোন চিহ্ন বসে?
উ: কমা
৩৯. ‘অনীল বাগচীর একদিন’ উপন্যাসটি কার?
উ: হুমায়ন আহমেদের।
৪০. ‘কর্মে যার ক্লান্তি নেই’- এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?
উ: অক্লান্তকর্মী।
৪১. ‘হাড় হাভাতে’ – বাগধারাটির অর্থ?
উ: হতভাগ্য।
৪২. নিচের কোন দেশটি আফ্রিকা মহাদেশের নয়?
আলজেরিয়া
আলবেনিয়া
ইাইজেরিয়া
তিউনেশিয়া
উ: আলবেনিয়া
৪৩. পিসি কালচার বলতে কি বুঝায়?
উ: মৎষ্য চাষ।
৪৪. ‘ধীমান’ শব্দের অর্থ কি?
উ: বুদ্ধিমান।
৪৫. নিচের কোনটি বাংলাদেশ সরকারের কর-বহির্ভূত রাজস্ব?
সম্পূরক শুল্ক
টোল ও লেভি
বানিজ্যিক শুল্ক
মূল্য সংযোজন কর
উ: টোল ও লেভি
৪৬. উভয় লিঙ্গবাচক শব্দ কোনটি?
সৈন্য, প্রিয়, মানুষ, টেবিল
উ: মানুষ
৪৭. নিচের কোনদেশ জি-৭ ভুক্ত দেশ নয়?
সুইডেন, নরওয়ে, রাশিয়া, ভারত
উ: রাশিয়া
৪৮. স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
উ: ১১ টি।
৪৯. মুক্তিযুদ্ধে অবদানের সর্বোচ্চ রাষ্টীয় খেতাব?
উ: বীরশ্রেষ্ঠ।
৫০. বজ্রপাতের সময় থাকা উচিত-
গুহায় বা মাটিতে শুয়ে।
৫১. ‘কপোত’ শব্দটির অর্থ কি?
উ: কবুতর।
৫২. সংযোগজ্ঞাপন সর্বনাম কোনটি?
কিছু, স্বয়ং, যে, তাবৎ
উ: যে
৫৩. ‘যার আগমনে কোন তিথি নেই’ তাকে বলা হয়-
উ: অতিথি
৫৪. কোন বানানটি সঠিক?
ষান্মাসিক
ষান্নাসিক
ষাণমাসিক
উ: ষান্মাসিক
৫৫. কোন বানানটি সঠিক?
নিশীথিনী
নিশিথিনি
নিশিথিনী
নীশিথিনী
উ: নিশীথিনী
৫৬. উত্তরা গণভবন কোন জেলায়?
উ: নাটোর।
৫৭. কুসুম্বা মসজিদ কোন জেলায়?
উ: নওগাঁ।
৫৮. ‘সংশয় এর বিপরীত?
উ: প্রত্যয়
2018- ৪
১. ‘প্রত্যূষ’ শব্দের সন্ধি বিচ্ছেদ?
উ: প্রতি+ঊষ
২. ‘নন্দিত’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
উ: নিন্দিত।
৩. ‘নিকুঞ্জ’ শব্দের সঠিক অর্থ কোনটি?
খড়ের ঘর, বাগান, খেলার মাঠ, পাখির বাসা
উ: বাগান
৪. কোন বানানটি অশুদ্ধ?
উপর্চায, উপাধ্যক্ষ, উপাদান, উপার্জন
উ: উপর্চায
৫. বাদুড় অন্ধকারে চলাফেরা করার সময় কিভাবে দিক নির্ণয় করে?
উ: আল্ট্রাসনিক বা শব্দোত্তর তরঙ্গের মাধ্যমে।
৬. নিম্নোক্তগণের মধ্যে কে বীরশ্রেষ্ঠ নয়?
ক. মুন্সী আব্দুর রহিম
খ. নূর মোহাম্মদ শেখ
গ. হামিদুর রহমান
ঘ. মোস্তফা কামাল
৭. ১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশ অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপান সীমা হবে?
উ: ২০০ নটিকেল মাইল।
৮.‘বরনের যোগ্য যিনি’ বাক্যটির এক কথায় প্রকাশ হবে?
উ: বরেণ্য
৯. কোন বানানটি শুদ্ধ?
আদ্যক্ষর
আদ্যখর
আদ্যাক্ষর
আদ্যোক্ষর
উ: আদ্যাক্ষর
১০. বহুব্রীহি সমাস কত প্রকার?
উ: আট প্রকার
১১. ‘কচুবনের কাঁলাচাদ’ বাগধারাটির অর্থ?
উ: অপদার্থ।
১২. ‘মাথা খাও ভুলিওনা খেয়ো মনে করে’-‘মাথা খাও’ বলতে বুঝায়?
উ: মাথার দিব্যি
১৩. ‘দেশের জন্য সেবা কর’- ‘দেশের’ কোন কারকে কোন বিভক্তি?
উ: সম্প্রদানে ষষ্ঠী।
১৪. প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম কি?
উ: রাজা শশাঙ্ক।
১৫. ‘শৃঙ্খলাকে অতিক্রান্ত=উচ্ছৃঙ্খল’ কোন সমাস?
উ: অব্যয়ীভাব সমাস।
১৬. বাংলাদেশ মিয়ানমার সমুদ্রসীমা মামলার রায় হয়-
উ: ১৪ মার্চ, ২০১২।
১৭. জাতিসংঘের অঙ্গসংস্থা নয়?
বিশ্ব খাদ্য সংস্থা
বিশ্বস্বাস্থ্য সংস্থা
আন্তর্জাতিক আদালত
আন্তর্জাতিক রেডক্রস
উ: আন্তর্জাতিক রেডক্রস
১৮. বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী?
উ: কর্ণফুলী।
১৯. ‘প্রাচীন’ এর বিপরীত শব্দ-
উ: অর্বাচীন
২০. চুম্বক দ্বারা আকৃষ্ট হয়না?
নিকেল, পিতল, লৌহ, ইস্পাত
উ: পিতল
২১. কোনটি সবচেয়ে বড় ডাটার একক?
মেগাবাইট
কিলোবাইট
গিগাবাইট
টেরাবাইট
উ: টেরাবাইট।
২২. লোকসাহিত্য কাকে বলে?
উ: লোকের মুখে মুখে প্রচলিত কাহিনি, গান, ছড়া ইত্যাদি।
২৩. Diamond cuts Diamonds -এর অনুবাদ হল-
উ: মানিকে মানিক চেনে।
২৪. ‘অন্বেষণ’ শব্দের সন্ধি বিচ্ছেদ-
উ: অনু+এষণ।
২৫. ঢাকায় প্রথম রাজধানী স্থাপন করেন-
উ: ইসলাম খাঁ।
২৬. মুক্তিযুদ্ধেও কোন সেক্টরে নৌ কমান্ডের অধীনে ছিলো?
উ: ১০ নং
২৭. বাংলাদেশের সীমার্ন্তবর্তী দেশ-
উ: মিয়ানমার ও ভারত
২৮. কোনটি বাংলার প্রাচীন জনপদ নয়?
পুন্ড্র , গৌড় , রাঢ়, মৌর্য
উ: মৌর্য
২৯. ‘নীল লোহিত’ কার ছদ্মনাম?
উ: সুনীল গঙ্গোপাধ্যায়।
৩০. বৃষ্টি পড়ে টাপুর টুপুর- এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ?
উ: অব্যয় পদের দ্বিরুক্তি।
৩১. ‘একাদশে বৃহস্পতি’ বাগধারাটির অর্থ?
উ: সৌভাগ্যের বিষয়
৩২. নিচের কোনটি লেখার সফটওয়্যার?
সুতনী, রূপসা, বিজয়, সুলেখা
উ: বিজয়
৩৩. মৌলিক পদার্থ কোনটি?
বাতাস, লোহা, পিতল, জল
উ: লোহা
৩৪. Adult Cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম কি?
উ: ডলি।
৩৫. বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী নারী?
উ: নিশাত মজুমদার
৩৬. ‘কথায় বর্ণনা করা যায় না যা’ -এ বাক্যের সংক্ষিপ্ত রূপ-
উ: অবর্ণনীয়।
৩৭.কোনটি জহির রায়হানের উপন্যাস নয়?
তৃষ্ণা, নিষ্কৃতি, কয়েকটি মৃত্যু, শেষ বিকেলের মেয়ে
উ: , নিষ্কৃতি
৩৮. বিশ্বের রাজধানী বলা হয় কো শহরকে?
উ: নিউইয়র্ক।
৩৯. ইউনেস্কো সম্প্রতি বাংলাদেশের কোন অনুষ্ঠানকে বিশ্ব সংস্কৃতির ঐতিহ্যে স্থান দিয়েছে?
উ: মঙ্গল শোভাযাত্রা।
৪০. ‘দুর্দান্ত’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
উ: নিরীহ।
৪১. মুক্তিযুদ্ধে খেতাব প্রাপ্ত মহিলা মুক্তিযোদ্ধা হলেন-
উ: সেতারা বেগম ও তারামন বিবি।
৪২. Which one is correct-
You, he and I am present
He, You and I am present
You, he and I are present
উ: You, he and I are present
৪৩. I prefer tea __ cofee.
উ: to
৪৪. Correct passive form of- ‘I have to do it’.
উ: It has to be done by me.
৪৫. ‘Prior to’ means –
উ: Before
৪৬. He prefers __ European country for spending his vaction .
উ: A
৪৭. The meaning of the word ‘precedence’ is-
উ: A case of reference
৪৮.We were watching the news when the telephone __
উ: Rang
৪৯. Choose the correct spelling-
Accelerate
Accelerrate
Accilarate
Accilerate
উ: Accelerate
৫০. ‘Among’ is a preposition that is used when __ people are involved.
উ: More than two
৫১. It is 11 a.m now. The sun __ in the eastern sky.
উ: Is shining
৫২. The correct indirect speech- She asked me, “Are you happy in your new job”.
উ: She asked me id I have been happy in my job.
৫৩. The sentence ‘Empty vessels sound much’ is refers to-
উ: Barking dog seldom bites
৫৪. Which pair of words is dissimilar?
Fire, flame
Bag, sack
Round, around
Preserve, prevent
উ: Fire, flame
৫৫. Which of the following sentence is correct?
He had been hung for murder
He was hung for murder
He was hanged for murder
He was hunged for murder
উ: He was hanged for murder
৫৬. What type of noun the word ‘infancy’ is?
উ: Abstract
৫৭. The word ‘everything’ is-
উ: A pronoun
৫৮. The correct meaning of the word ‘deliberate’ is-
উ: Intentional
৫৯. Which one is singular of leaves?
উ: Leaf
৬০The roads of Dhaka are wider ___
Then sylhet’s
Than sylhet
Then those of sylhet
Than those of sylhet
উ: Than those of sylhet