সংবাদপত্র
সংবাদপত্র | প্রকাশকাল | প্রতিষ্ঠাতা সম্পাদক | তথ্য |
বেঙ্গল গেজেট(সাপ্তাহিক) | ১৭৮০ | জেমস অগাস্টাম হিকি | ভারতবর্ষে প্রথম মুদ্রিত সংবাদপত্র |
দিকদর্শন (মাসিক) | ১৮১৮ | জন ক্লার্ক মার্শম্যান | বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র |
সমাচার দর্পন(সাপ্তাহিক) | ১৮১৮ | জন ক্লার্ক মার্শম্যান | শ্রীরামপুর মিশনারি কর্তৃক প্রকাশিত। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র |
সম্বাদ কৌমুদী | ১৮২১ | রাজা রামমোহন রায় | |
ব্রাহ্মণসেবদি | ১৮২১ | রাজা রামমোহন রায় | |
বঙ্গদূত (সাপ্তাহিক) | ১৮২৯ | নীলমণি হালদার | |
সংবাদ প্রভাকর | সাপ্তাহিক, ১৯৩১
দৈনিক, ১৮৩৯ |
ঈশ্বরচন্দ্র গুপ্ত | বাংলা ভাষায় প্রথম দৈনিক সংবাদপত্র |
জ্ঞানান্বেষণ | ১৮৩১ | দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় | ‘ইংয়বেঙ্গল’ গোষ্ঠীর মুখপত্র |
তত্ত্ববোধিনী পত্রিকা | ১৮৪৩ | অক্ষয়কুমার দত্ত | তত্ত্ববোধিনী সভার মুখপত্র |
রংপুর বার্তাবহ | ১৯৪৭ | গুরুচরণ রায় | বাংলাদেশ ভূখন্ডে রচিত প্রথম সংবাদপত্র |
ঢাকা প্রকাশ | ১৮৬১ | কৃষ্ণচন্দ্র মজুমদার | ঢাকা থেকে রচিত প্রথম সংবাদপত্র |
ঢাকা দর্পন | ১৮৬৩ | হরিশ্চন্দ্র মিত্র | |
গ্রামবার্তা | ১৮৬৩ | কাঙাল হরিনাথ মজুমদার | কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রকাশিত |
বঙ্গদর্শন | ১৮৭২ | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | বাংলা গদ্যের উৎকর্ষ সাধনে পত্রিকাটির গুরুত্ব অপরিসীম |
ভারতী | ১৮৭৭ | দ্বিজেন্দ্রনাথ ঠাকুর | |
সুধাকর
মিহির হাফেজ কোহিনূর |
১৮৮৯ |
শেখ আবদুর রহিম |
সুধাকর পত্রিকাটি মুসলমানদের মহিমা, তত্ত্ব, তথ্য, ঐতিহ্য সম্পর্কে লেখা হতো। |
কোহিনূর | ১৮৯৮ | মোহাম্মদ রওশন আলী চৌধুরী | কুষ্টিয়া থেকে প্রকাশিত |
সবুজপত্র
(সাময়িকপত্র) |
১৯১৪ | প্রমথ চৌধুরী | চলিত রীতি (কথ্য রীতি) এর প্রথম মুখপত্র। প্রমথ চৌধুরীর বীরবলী রীতির প্রচারক |
সওগাত (মাসিক) | ১৯১৮ | মোহাম্মদ নাসিরউদ্দিন | প্রথমে কলকাতা থেকে পরে ঢাকা থেকে |
বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা | ১৯১৮ | মুহাম্মদ শহীদুল্লাহ ও মোজাম্মেল হক | |
মোসলেম ভারত | ১৯২০ | মোজাম্মেল হক | কাজী নজরুলের কবি খ্যাতিতে এই পত্রিকার ভূমিকা অনস্বীকার্য |
আঙুর | ১৯২০ | ড. মুহাম্মদ শহীদুল্লাহ | কিশোরপত্র |
নবযুগ | ১৯২০ | পরিচালক: শেরে বাংলা এ কে ফজলুল হক
যুগ্ন সম্পাদক: মোজাফফর আহমেদ ও কাজী নজরুল ইসলাম |
স্বাধীনতা ও গণজাগরণ বিষয়ক লেখা প্রকাশিত হওয়ায় ব্রিটিশ সরকার পত্রিকাটি বন্ধ করে দেয়। ১৯৪২ সালে নজরুলের সম্পাদনায় আবর প্রকাশিত হয়। |
ধূমকেতু | ১৯২২ | কাজী নজরুল ইসলাম | রবীন্দ্রনাথ ঠাকুর পত্রিকাটিতে অভিনন্দন বাণী দিয়েছেন। |
কল্লোল | ১৯২৩ | দীনেশরঞ্জন দাশ | |
সাম্যবাদী | ১৯২৩ | মোহাম্মদ ওয়াজেদ আলী | |
যুগবানী | ১৯২৪ | মকবুল হোসেন চৌধুরী | |
লাঙ্গল | ১৯২৫ | কাজী নজরুল ইসলাম | শ্রমিক-প্রজা-স্বরাজ সম্প্রদায়ের মুখপত্র |
মোহাম্মদী (মাসিক) | ১৯২৭ | মোহাম্মদ আকরম খাঁ | |
শিখা | ১৯২৭ | আবুল হোসেন | |
প্রগতি | ১৯২৭ | বুদ্ধদেব বসু ও অজিত দত্ত | |
পরিচয় | ১৯৩১ | সুধীন্দ্রনাথ দত্ত | |
পূর্বাশা | ১৯৩২ | সঞ্জয় ভট্টাচার্য | |
কবিতা (ত্রৈমাসিক) | ১৯৩৫ | বুদ্ধদেব বসু | |
দৈনিক আজাদ | ১৯৩৬ | মাওলানা মোহাম্মদ আকরম খাঁ | |
তুরঙ্গ | ১৯৩৯ | হুমায়ন কবির | |
ক্রান্তি | ১৯৪০ | রণেশ দাশগুপ্ত | প্রগতি লেখক সংঘের মুখপাত্র |
বেগম (সাপ্তাহিক) | ১৯৪৭ | বেগম সুফিয়া কামাল | ভারত বিভাগোত্তর পূর্ব বাংলায় মহিলা সম্পাদিত প্রথম পত্রিকা |
সমকাল | ১৯৫৭ | সিকান্দার আবু জাফর | প্রভাবশালী পত্রিকাটির শ্লোগান ছিলো ‘অসংকোচন প্রকাশের দুরন্ত সাহস’। |
স্বদেশ | ১৯৬৯ | আহমদ ছফা | |
থিয়েটার | ১৯৭২ | রামেন্দ্র মজুমদার | |
দেশবার্তা (সাপ্তাহিক) | ১৯৮০ | গাজিউল হাসান খান | লন্ডন হতে প্রকাশিত |
কালি ও কলম | ২০০৪ | আবুল হাসনাত | |
প্রথম আলো | ১৯৯৮ | মতিউর রহমান | |
দ্য ডেইলি স্টার | ১৯৯১ | মাহফুজ আনাম | |
দৈনিক ইত্তেফাক | ১৯৫৩ | মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি এবং ইয়ার মোহাম্মদ খান | |
দৈনিক ইনকিলাব | ১৯৮৬ | এম এ মাওলানা আবদুল মান্নান | |
দৈনিক নয়াদিগন্ত | ২০০৪ | দিগন্ত মিডিয়া করপোরেশন | |
দৈনিক সংগ্রাম | ১৯৭০ | আবুল আসাদ |
∙ পত্রিকা প্রকাশের স্থান:
ঢাকা -ক্রান্তি, লোকায়ত, সমকাল, কালি ও কলম
কলকাতা – হাফেজ, দৈনিক আজাদ, নবযুগ, পূর্বাশা।