বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৮৯৪ সালের ১২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার কাঁচরাপড়ার নিকটবর্তী ঘোষপাড়া মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন।তিনি ১লা সেপ্টেম্বর ১৯৫০ সালে মারা যান।
উপন্যাস
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসসমূহ – পথের পাঁচালী,
অপরাজিত, দৃষ্টি প্রদীপ, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, দেবযান,
অনুবর্তন,মেঘমল্লার তালনবমী। ইছামতী, অশনি সংকেত, চাঁদের
পাহাড়, অভিযাত্রিক ইত্যাদি।
পথের পাঁচালী (১৯২৯): বিভূতিভূষণের প্রথম উপন্যাস ‘পথের পাঁচালী’। এটি ‘বিচিত্রা’ পত্রিকায় প্রকাশিত হয়।প্রধান চরিত্র- অপু, দুর্গা, ইন্দিরঠাকুরুন, সর্বজয়া।এই উপন্যাস সর্ম্পকে রবীন্দ্রনাথ বলেন ,“এই বইখানিতে পেয়েছি যথার্থ গল্পের স্বাদ।এর থেকে শিক্ষা হয়নি কিছুই। দেখা হয়েছে অনেক যা পূর্বে এমন করে দেখিনি।”এই উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করেন।
অপরাজিত: এটি তাঁর দ্বিতীয় উপন্যাস। এর প্রথম নাম ছিল ‘অলোক সারথী’।
আরণ্যক: প্রধান চরিত্র- ভানুমতী, বনোয়ারী, দোবরু পান্না।
অশনি সংকেত: এই উপন্যাস অবলম্বনে ঋত্বিক ঘোষ চলচ্চিত্র নির্মাণ করেন।
ইছামতী: এই উপন্যাসের জন্য ১৯৪৯ সালে রবীন্দ্র পরস্কার লাভ করেন।
তাঁর আরণ্যক উপন্যাসে অরণ্যচারী মানুষের জীবন প্রাধান্য পেয়েছে।
ছোটগল্প
তাঁর ছোটগল্পগ্রন্থ গুলো হল – মেঘমল্লার, মৌরীফুল, যাত্রাবদল, কিন্নরদণ।
তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম – তৃণাঙ্কুর।