অপারেশন
বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশন:
নাম | বর্ণনা |
অপারেশন ডেজার্ট স্ট্রম | ১৯৯১ সালে বহুজাতিক বাহিনী কতৃর্ক ইরাকের বিরুদ্ধে পরিচালিত অভিযান। এটি প্রথম উপসাগরীয় যুদ্ধ নামে পরিচিত। |
অপারেশন ডেজার্ট ফক্স | ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্র ও বৃটেনের সম্মিলিত বাহিনী কর্তৃক ইরাকের বিরুদ্ধে পরিচালিত অভিযান। |
অপারেশন ইরাকি ফ্রিডম | ২০০৩ সালে ইঙ্গমার্কিন বাহিনী কর্তৃক ইরাকে পরিচালিত সামরিক অভিযান। এটি দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ নামেও পরিচিত। |
অপারেশন ডেজার্ট শিল্ড | ১৯৯০ সালে সম্ভাব্য ইরাকি আগ্রাসন প্রতিরোধে সৌদি আরবে বহুজাতিক বাহিনী মোতায়েন করা হয়। |
অপারেশন ডিফেনসিভ শিল্ড | ২০০২ সালে ইসরাইলের সামরিক বাহিনী কর্তৃক পশ্চিম তীরে ফিলিস্থিনিদের বিরুদ্ধে পরিচালিত অভিযান। |
অপারেশন এনডুরিং ফ্রিডম | সন্ত্রাস বিরোধী যুদ্ধের অংশ হিসেবে ২০০১ সালে আফগানিস্থানে পরিচালিত মার্কিন অভিযান। |
অপারেশন জেরোনিমো | ওসামা বিন লাদেনকে হত্যা অভিযানের সাংকেতিক নাম। |
অপারেশন ওডিসি ডন | পশ্চিমা বিশ্বের যৌথবাহিনী কর্তৃক লিবিয়ায় পরিচালিত সামরিক অভিযান।১৯ মার্চ, ২০১১ যৌথবাহিনী এ অভিযান শুরু হয়। |
অপারেশন রেড ডন | ২০০৩ সালে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করার জন্য মার্কিন বাহিনীর পরিচালিত অভিযান। |
বাংলাদেশ সম্পর্কিত অপারেশনসমূহ:
অপারেশন সার্চ লাইট: ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বাঙালিদের ওপর পাকিস্থানি হানাদার বাহিনীর বর্বর ও নির্মম হত্যাকান্ড।
অপারেশন জ্যাকপট: ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্থানি নৌ-শক্তিকে ধ্বংস করার জন্য মুক্তিযোদ্ধাদের পরিচালিত অভিযান।
অপারেশন ক্লোজডর: ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর অবৈধ অস্ত্র নেয়ার অভিযান।
অপারেশন মান্না: ১৯৯১ সালে উপকূলীয় ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকায় ব্রিটিশ রাজকীয় নৌ-বাহিনী কর্তৃক পরিচালিত ত্রাণ তৎপরতা।
অপারেশন সি এঞ্জেলস: ১৯৯১ সালে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পর ত্রান ও পুনর্বাসন কার্যে মার্কিন টাস্কর্ফোস কর্তৃক পরিচালিত অভিযান।
অপারেশন স্ট্রাইকিং ফোর্স: ২০০২ সালে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ নিয়ন্ত্রণের জন্য পরিচালিত অভিযান।
অপারেশন ক্লিনহার্ট: ২০০২-০৩ পর্যন্ত বাংলাদেশে সন্ত্রাসী অপরাধীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত অভিযান।
ভারত সম্পর্কিত অপারেশনসমূহ:
অপারেশন ব্লু স্টার: ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধী কর্তৃক শিখদের পবিত্র উপাসনালয় স্বর্ণমন্দিরে পরিচালিত সেনা অভিযান।
অপারেশন বিজয়: ১৯৯৯ সালে কারগিল সীমান্তে পাকিস্থানি বাহিনীর বিরুদ্ধে ভারতের পরিচালিত অভিযান।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরিচালিত অপারেশনসমূহ:
অপারেশন সি লায়ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি কর্তৃক ব্রিটেনের বিরুদ্ধে পরিচালিত অভিযান।
অপারেশন বারবারোস: দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি কর্তৃক রাশিয়ায় পরিচালিত সামরিক অভিযান।
অপারেশন ওভারলোড: দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৮৮ সালের ৬ জুন ফ্রান্সের নরম্যান্ডি শহরে মিত্র বাহিনী কর্তৃক ফ্রান্সকে মুক্ত করার জন্য জার্মানির বিরুদ্ধে অভিযান।এই দিনটি আবার D-Day নামে পরিচিত।
অপারেশন হাস্কি: ২য় বিশ্বযুদ্ধে ইতালির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন কর্তৃক পরিচালিত অভিযান।
অপারেশন লাস্ট চান্স: ২য় বিশ্বযুদ্ধের পর নাৎসি যুদ্ধপরাধীদেরকে খুঁজে বের করার অভিযান।
ইমবেডেড জার্নালিজম: যুদ্ধের সময় সামরিক বাহিনীর সাথে সংযুক্ত সাংবাদিকদের দলকে ‘Embedded Journalism’ বলে।২০০৩ সালে দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধের সময় এই শব্দটি ব্যপকভাবে ব্যবহৃত হয়।