বিশ্বে স্থলবেষ্টিত দেশের সংখ্যা ৪৫ টি। এই দেশসমূহের নিজস্ব সমুদ্রবন্দর নেই। এগুলো হলো-
There are 45 countries in the world. These countries do not have their own seaport. These are:
এশিয়ার দেশ (১০টি) :
নেপাল, ভুটান, আফগানিস্থান, লাওস, মঙ্গোলিয়া, কাজাখস্থান, কিরগিজস্থান, উজবেকিস্থান, তাজাকিস্থান, তুর্কমেনিস্থান।
Countries of Asia (10):
Nepal, Bhutan, Afghanistan, Laos, Mongolia, Kazakhstan, Kyrgyzstan, Uzbekistan, Tajikistan, Turkmenistan.
আফ্রিকার দেশ (১৬টি) :
মালি, নািইজার, উগান্ডা, বতসোয়ানা, জিম্বাবুয়ে, রুয়ান্ডা, বুরুন্ডি, মালাবি, জাম্বিয়া, ইথিওপিয়া, চাদ, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, লেসেথো, বারকিনা ফাসো, সোয়াজিল্যান্ড, দক্ষিন সুদান।
African countries (16):
Mali, Niezer, Uganda, Botswana, Zimbabwe, Rwanda, Burundi, Malawi, Zambia, Ethiopia, Chad, Republic of Central Africa, Lacebo, Burkina Faso, Swaziland, South Sudan
ইউরোপের দেশ (১৭টি) :
অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, চেক প্রজাতন্ত্র, কসাবো, মালদোভা, বেলারুশ, শ্লোভাকিয়া, সার্বিয়া, ভ্যাটিক্যান সিটি, অ্যান্ডোরা, মেসিডোনিয়া, স্যান ম্যারিনো, লিচেনস্টাইন, আর্মেনিয়া, লুক্সেমবার্গ, আজারবাইজান, হাঙ্গেরি (ইউরোপের বৃহত্তম স্থলবেষ্টিত দেশ।)
Countries of Europe (17):
Austria, Switzerland, Czech Republic, Cosabo, Maldives, Belarus, Slovakia, Serbia, Vatican City, Andorra, Macedonia, San Marino, Liechtenstein, Armenia, Luxembourg, Azerbaijan, Hungary (the largest landlocked country in Europe.)
দক্ষিন আমেরিকা ( ২টি দেশ):
প্যারাগুয়ে ও বলিভিয়া
South America (2 countries):
Paraguay and Bolivia
ছিদ্রায়িত রাষ্ট্র
যে দেশের অভ্যন্তরে এক বা একাধিক স্বধীন রাষ্ট্র অবস্থিত, তাকে ছিদ্রায়িত রাষ্ট্র বলে।
পৃথিবীতে ছিদ্রায়িত রাষ্ট্র দুটি। যথা – ইতালি ও দক্ষিন আফ্রিকা।
Debris
A country that has one or more independent states inside it is called a defective state.
There are two state debris in the world. Namely – Italy and South Africa.
ছিদ্রায়িত রাষ্ট্র | ইতালি | দক্ষিন আফ্রিকা |
আভ্যন্তরীন রাষ্ট্র | ১) সান ম্যারিনো
২)ভ্যাটিক্যান সিটি |
১) লেসেথো |
Debris | Italy | South Africa |
Internal state | 1) San Marino
2) Vatican City |
1) Lesotho |
বিলুপ্ত রাষ্ট্র (Former Country)
সাবেক যুগোশ্লাভিয়া (Former Yugoslavia)
1992 সালে সাবেক যুগোশ্লাভিয়া ভেঙ্গে যায়। বর্তমানে সাবেক যুগোশ্লাভিয়া থেকে ৭ টি দেশের জন্ম হয়েছে।যথা –
In 1992, former Yugoslavia collapsed. Currently there are 7 countries from the former Yugoslavia, namely –
সার্বিয়া | ক্রোয়েশিয়া | মন্টিনিগ্রো | বসনিয়া হার্জেগোভিনা |
শ্লোভেনিয়া | মেসিডোনিয়া | কসাভো |
Serbia | Croatia | Montenegro | Bosnia-Herzegovina |
Slovenia | Macedonia | Kosovo |
সাবেক চেকোশ্লোভাকিয়া ( Former Checkoslovalia)
স্নায়ু-যুদ্ধ পরবর্তী পূর্ব ইউরোপের চেকোশ্লোভাকিয়া ১৯৯৩ সালের ১ জানুয়ারি শান্তিপূর্ণভাবে ভেঙ্গে দিুটি রাষ্ট্র হয়। যথা – চেক প্রজাতন্ত্র ও শ্লোভাকিয়া।
Cervical-war Czechoslovakia in the aftermath of Eastern Europe was broken peacefully on January 1, 1993. Namely – Czech Republic and Slovakia.