The Jecobean Period (1603-1625)
This age was named after King James (I), who regined England from 1603-1625.
১৬০৩ সালে রাণী এলিজাবেথের মৃত্যুর পর Stuart বংশের প্রথম জেমস একউ সময় ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের রাজা হন।
King James কে The Wisest Fool বলা হয় কারণ তিনি নিজেকে ঈশ্বরের প্রতিনিধি মনে করতেন।
ল্যাটিন ভাষায় James কে Jecobus বলা হয়।
Jecobean শব্দটি Jecobus শব্দ থেকে আগত।
Jecobean Period এর শেষের ৫ বছর Puritan Period (1620-1660) এর অন্তর্ভুক্ত।
এ যুগের কবিরা Metaphysical poetry এর জন্য বিখ্যাত। এ সব কবিতার বিষয় বস্তু Abstract বা গুন বিষয়ক।
‘Meta’ means beyond(ছাড়া ); Physics means physical. এসব কবিতার বিষয় বস্তু হল দৈহিক বিষয় হতে অবমুক্ত। যেমন: Love, God, Soul, Death etc.
ড. স্যামুয়েল এ যুগের বিখ্যাত Metaphysical poet হিসেবে পরিচিত।
এ যুগের যেসব Metaphysical poet ছিলেন তারা হলো:
John Donne (জন ডান)
Andrew Marvell (এন্ড্রু মারর্বেল)
Henry Vaughan (হেনরি ভন)
George Herbert (জর্জ হার্বাড)
Cowely (কাউলি)
John Donne –জন ডান (1572-1631)
জন ডান ছিলেন এজন প্রভাবশালী ইংরেজ কবি যিনি শেক্সপিয়র এবং মারলোর সমসাময়িক।তাকে ভালোবাসার কবি বলা হয়।
Titles:
- Father/Leader of Metaphysical poets
- Poet of Love (তবে তিনি স্ত্রী এনির মৃত্যুর পর বহু ধর্মীয় কবিতা লেখেন।
Famous Book: An Anatomy of the World
Famous Poems:
- The Good Morrow (সুপ্রভাত)
- The Sun Rising- এ কবিতায় কবি সূর্যকে তিরস্কার করেন
- The Canonization (পবিত্রকরণ)
- A Valediction: Forbidding Mourning (বিদায় বেলায় শোক প্রকাশ করা নিষিদ্ধ)
- The Undertaking
- The Flea
- The Ecstasy
- Loves Growth
- Twicknam Garden
- For Whom The Bell Tolls (এর অন্য নাম No Man Is An Island; তবে For Whom The Bell Tolls নামে আর্নেস্ট হেমিংওয়ের বিখ্যাত উপন্যাস আছে।)
Famous Quotes:
- I wonder by my truth, what thou and I did we (The Good Morrow)
- For love, all love of other sights control and make a little room an everywhere. (The Good Morrow)
- Busy old, fool, unruly sun
Why dost thou thus?
Through windows and through curtains
Call on Us? (The Sun Rising)
- She’s all states and all princesses I,
Nothing else is. (The Sun Rising)
- For God’s sake, hold your tongue and let me love. (দোহাই তোদের একটুকু চুপ কর; ভালোবাসিবারে দে মোরে অবসর)- The Canonization
কবি রবীন্দ্রনাথ তার ‘শেষের কবিতা’ উপন্যাসে এর John Donne এই লাইনটি একাধিকবার উদ্ধৃত করেছেন। (উল্লেখ্য, শেষের কবিতার একটি বিখ্যাত উক্তি হলো ‘গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়-হে বন্ধু বিদায় ।’)
- If they be two, they are two so,
As stiff twin compasses are two
(এটি A Valediction কবিতা থেকে নেওয়া)
Andrew Marvell –এন্ড্রু মারর্বেল (1621-1678)
Andrew Marvell হলেন একজন বিখ্যাত Metaphysical poets।
As a Metaphysical poet, he is associated with John Donne and George Herbert. He was a colleague and Friend of John Milton.
তিনি ছিলে মহাকবি মিল্টনের ঘনিষ্ট এবং অনুপ্রেরণাদানকারী বন্ধু। তবে জন ডানের অনুসারী ।
Famous Poems:
- To His Coy Mistress (লজ্জাবতীকে)-শ্রেষ্ঠ কবিতা।
- The Definition of Love (Theme : out of sight, near to mind)
iii. The Garden
- An Horatian Ode
- The Mower’s Song
- Country house poem “Upon Appleton House”.
Henry Vaughan –হেনরি ভন (১৬২১-১৬৯৫)
Henry Vaughan হলেন একজন বিখ্যাত Metaphysical poets।কিন্তু পেশাগত জীবনে তিনি একজন Physician ছিলেন।
Famous Poems:
- Mount of Oliver
- The Chemist’s Key
- Silex Scientillans
(He is chiefly known for this religious poerty)
George Herbert –জর্জ হার্বাড (1593-1633)
George Herbert ছিলে একজন বিখ্যাত Religious Poet
Titles: Religious Poet
তিনি একাধারে কবি এবং যাজক (Priest) ছিলেন।)
Famous Poems:
- The Coller
- The Easter Wings
(এই কবিতায় কবি যীশু খ্রিস্ট্রের পুনরুদ্ধারের কথা বলেছিলেন।
iii. On the Progress of Soul
- The Temple
- Affliction
Cowely -কাউলি (1618-1667)
পুরো নাম: আব্রাহাম কাউলি
Poem : Constantia and Philetus
Famous Quotes:
- Life is an incurable disease
- Of the ills that one endures, hope is a cheap and universal cure.
- Curiosity does, no less than devotion, pilgrims make
- God the first garden made, and the first city Cain.
- For the whole world, without a native home, Is nothing but a prison of larger room.